Oppo Reno 12 reno 12 pro global model launch expected specs features

প্রসেসর থেকে ক্যামেরা, কাঁপিয়ে দেবে Oppo Reno 12 ও Reno 12 Pro, ভারতে শীঘ্রই লঞ্চ

গত মাসে ওপ্পো চীনা বাজারে Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। ব্র্যান্ডটি সম্প্রতি নিশ্চিত করেছে যে দুটি ফোনই এমাসে বিশ্ব বাজারে আসবে। তবে শোনা যাচ্ছে যে গ্লোবাল ভ্যারিয়েন্টগুলিতে তাদের চীনা সংস্করণের তুলনায় ভিন্ন বৈশিষ্ট্য থাকবে। এক টিপস্টার সম্প্রতি Oppo Reno 12F ফোনের 4G এবং 5G ভ্যারিয়েন্টগুলির প্রধান স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। তিনিই এখন আবার Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro স্মার্টফোনের গ্লোবাল সংস্করণে উপলব্ধ চিপসেট এবং ক্যামেরা সম্পর্কিত তথ্যগুলি ফাঁস করেছেন। চলুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro ফোনের গ্লোবাল মডেলগুলি চীনা সংস্করণগুলির থেকে ভিন্ন হতে চলেছে

প্রথমেই জানাই, ওপ্পো রেনো ১২ এবং ওপ্পো রেনো ১২ প্রো ফোনের চীনা সংস্করণগুলিতে যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২৫০ এবং ডাইমেনসিটি ৯২০০ প্লাস স্টার স্পিড এডিশন চিপসেট দুটি অন্তর্ভুক্ত রয়েছে।

চীনে লঞ্চ হওয়া ওপ্পো রেনো ১২ ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সক্ষম ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৬০০ প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আইএমএক্স৩৫৫ আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন৫ ২x টেলিফটো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। অন্যদিকে, ওপ্পো রেনো ১২ প্রো মডেলে ওআইএস-সহায়ক ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রধান সেন্সর, একটি ৮মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রাওয়াইড লেন্স এবং ২x জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন৫, টেলিফটো সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সিস্টেম উপস্থিত রয়েছে।

টিপস্টার চুনের মতে, Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro বিশ্ববাজারে MediaTek Dimensity 7300 Energy চিপসেট সহ লঞ্চ হবে। স্ট্যান্ডার্ড Reno 12 ফোনের গ্লোবাল সংস্করণের পিছনে থাকবে ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৩ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। এটি ইঙ্গিত দেয় যে ফোনটিতে কোনও টেলিফটো ক্যামেরা থাকবে না। অন্যদিকে, টিপস্টার প্রকাশ করেছেন যে Oppo Reno 12 Pro ফোনের গ্লোবাল মডেলে ৫০ মেগাপিক্সেলের LYT-600 প্রাইমারি ক্যামেরা থাকবে, এটি মূলত একটি রিব্র্যান্ডেড Sony IMX882 সেন্সর।

জানিয়ে রাখি, গত প্রজন্মের Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro ফোন দুটি এবছরের শুরুতে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে। এগুলি যথাক্রমে MediaTek Dimensity 7050 এবং Dimensity 8200 চিপসেট রয়েছে৷ যদিও Oppo Reno 12 সিরিজে নতুন Dimensity 7300 চিপসেটটি থাকবে বলে শোনা যাচ্ছে, তবে এটি স্পষ্ট নয় যে ব্র্যান্ডটি D8200-এর পরিবর্তে এই চিপসেটের সাথেই ফোনগুলিকে চূড়ান্তভাবে বাজারে আনবে, নাকি আরও ভাল কিছু অফার করবে।

এছাড়াও, Oppo Reno 11 ফোনের গ্লোবাল মডেলের ক্যামেরা সেটআপে একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা রয়েছে। তবে, নতুন রিপোর্ট এখন ইঙ্গিত দিয়েছে যে এর উত্তরসূরি মডেলের কোনও টেলিফটো ক্যামেরা থাকবে না, যা কিছুটা অযৌক্তিক শোনাচ্ছে। তাই, ফাঁস হওয়া তথ্যগুলির সত্যতা কতটা, তা জানার জন্য কোম্পানির আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।