Categories: Mobiles

Oppo Reno 12: 50MP সেলফি ক্যামেরা ও Sony-র কাস্টম সেন্সর দিয়ে দুর্ধর্ষ ফোন লঞ্চ করবে ওপ্পো

Oppo Reno 11F সম্প্রতি বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে। একে Reno 11 সিরিজের চূড়ান্ত মডেল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই, ব্র্যান্ডটি Reno 12 সিরিজের দিকে মনোনিবেশ করছে, যা এই বছর জুন মাসে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। গত সপ্তাহে Reno 12 সিরিজে ব্যবহৃত চিপসেটের ডিটেইলস ফাঁস হয়েছিল। আর এখন Oppo Reno 12 সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

Oppo Reno 12 সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশন

এক চীনা টিপস্টারের দাবি, ওপ্পো রেনো ১২ সিরিজে একটি কাস্টম সনি ক্যামেরা লেন্স থাকবে, যা ছবি তোলার ক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি অফার করবে। ঠিক কোন কোন দিকে ক্যামেরা আপগ্রেড হবে সেটা অজানা থাকলেও, আগের মডেলগুলির তুলনায় ছবির গুণমানে পরিবর্তন আসবে বলে আশা করা যায়।

এছাড়াও শোনা যাচ্ছে যে, ওপ্পো রেনো ১২-এ মিডিয়াটেক এমটিকে ২৪এম মডেল নম্বরের প্রসেসর ব্যবহৃত হবে, যা ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুলএইচডি ওলেড (OLED) ডিসপ্লে এবং চারটি পার্শ্বযুক্ত কার্ভড গ্লাস ব্যাক ডিজাইন দেখা যাবে। ফোনটির ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, ওপ্পো রেনো ১২-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে।

অন্যদিকে, Oppo Reno 12 Pro ফোনটি MediaTek Dimensity 9200 চিপসেট দ্বারা চালিত হবে। এতেও স্ট্যান্ডার্ড মডেলের মতো ডিসপ্লে এবং ডিজাইন দেখা যেতে পারে। তবে ডিভাইসটিতে ২x অপটিক্যাল জুম সহ আরও উন্নত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের লেন্স দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস সেলফি ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে। Pro মডেলটিও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

29 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

36 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

45 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

56 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago