Oppo Reno 12 Series Global Launch This Month Find X Series To Launch Outside China

স্মার্টফোন প্রেমীদের জন্য সুখবর, জুনেই গ্লোবালি লঞ্চ হবে Oppo Reno 12 সিরিজ

ওপ্পো (Oppo) গতকাল (৫ জুন) লন্ডনে একটি প্রেস ইভেন্টে ঘোষণা করেছে যে তারা এবছরের শেষ নাগাদ বিশ্বজুড়ে ৫ কোটিরও বেশি ব্যবহারকারীদের কাছে জেনারেটিভ আর্টিফিসিয়াল ইন্টালিজেন্ট (AI) ফিচার নিয়ে আসবে। একটি রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে, কোম্পানি Oppo Reno 12 সিরিজের গ্লোবাল লঞ্চ এবং পরবর্তী প্রজন্মের Oppo Find X সিরিজের স্মার্টফোন সর্ম্পকেও তথ্য প্রকাশ করেছে।

Oppo Reno 12 সিরিজ জুন মাসে বিশ্ববাজারে লঞ্চ হবে

জিএসএমএরিনার রিপোর্ট অনুযায়ী, ওপ্পো রেনো ১২ সিরিজের স্মার্টফোনগুলি এমাসের শেষের দিকে বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করবে। গত মাসে ওপ্পো রেনো ১২ এবং ওপ্পো রেনো ১২ প্রো মডেল দুটি চীনে যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২৫০ এবং ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেটের সাথে আত্মপ্রকাশ করেছে। তবে রেনো ১২ সিরিজের চীনা সংস্করণগুলিই বিশ্ব বাজারে লঞ্চ হবে কিনা, তা স্পষ্ট নয়।

সংস্থাটি ইভেন্টের সময় আসন্ন ফোনের একটি টিজার ইমেজ প্রদর্শন করেছে। যদিও কোম্পানি ওপ্পো রেনো ১২ সিরিজ সম্পর্কে আর কিছু প্রকাশ করেনি, তবে ছবিটি ইঙ্গিত করেছে যে গ্লোবাল মার্কেটে সিরিজের একটি স্ট্যান্ডার্ড মডেল এবং একটি প্রো মডেল লঞ্চ হতে পারে।

বিশ্ব বাজারে ফিরে আসতে চলেছে Oppo Find X সিরিজ

ওপ্পো ২০২২ সালের ফেব্রুয়ারিতে ফ্ল্যাগশিপ Find X5 সিরিজের স্মার্টফোনগুলি উন্মোচন করে। এরপর ব্র্যান্ডটি চীনে Oppo X6 এবং Oppo X7 সিরিজ লঞ্চ করলেও, চীনের বাইরের বাজারে এই লাইনআপগুলির কোনও ডিভাইস উন্মোচন করেনি।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আসন্ন MediaTek Dimensity 9400 চিপসেট সহ Oppo Find X8 এবছর অক্টোবর মাসে চীনে আত্মপ্রকাশ করবে। আর Qualcomm Snapdragon 8 Gen 4 প্রসেসর চালিত Oppo Find X8 Ultra মডেলটি সম্ভাব্যভাবে আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে। এখন ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে, Oppo Find X সিরিজ বিশ্ব বাজারে ফিরে আসবে, তবে Oppo X8 এবং Oppo X8 Ultra উভয়ই আন্তর্জাতিকভাবে উপলব্ধ হয় কিনা, তা এখনও জানা যায়নি।