Oppo Reno 12 Series Pricing Full Specs Color Options Leaked Before Global Launch

গ্লোবাল লঞ্চের আগেই ফাঁস Oppo Reno 12 সিরিজের দাম সহ সমস্ত স্পেসিফিকেশন

চীনা বাজারে লঞ্চ করার পর, ব্র্যান্ডটি সম্প্রতি নিশ্চিত করেছে যে Oppo Reno 12 সিরিজটি আগামী সপ্তাহে গ্লোবাল মার্কেটেও লঞ্চ করা হবে। যদিও এই ডিভাইসগুলির গ্লোবাল মডেলের স্পেসিফিকেশন নিশ্চিত করা হয়নি, তবে সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে সদ্য উন্মোচিত MediaTek Dimensity 7300 প্রসেসর চলবে। আর এখন, এক সুপরিচিত টিপস্টার গ্লোবাল Oppo Reno 12 লাইনআপের স্মার্টফোনগুলির রঙের বিকল্প, স্টোরেজ অপশন এবং মূল্যের বিবরণ প্রকাশ করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

সামনে এল Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro ফোনের সম্ভাব্য মূল্য, কালার অপশন এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট

টিপস্টার পারস গুগলানির শেয়ার করা এক্স (সাবেক টুইটার) পোস্ট অনুসারে, ওপ্পো রেনো ১২ ৫জি ফোনের গ্লোবাল মডেলটি ব্ল্যাক ব্রাউন এবং অ্যাস্ট্রো সিলভার কালার অপশনে আসবে, যেখানে ওপ্পো রেনো ১২ প্রো ৫জি নেবুলা সিলভার এবং নেবুলা ব্ল্যাক কালারে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড মডেলটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে আসবে, যেখানে প্রো মডেলটি ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে মিলবে।

দামের ক্ষেত্রে, টিপস্টার দাবি করেছেন যে ইউরোজোনে ওপ্পো রেনো ১২ ৫জি ফোনের দাম রাখা হবে ৪৫৭.৮৩ ইউরো (প্রায় ৪১,১৪৫ টাকা)। আর ওপ্পো রেনো ১২ প্রো ৫জি মডেলটি ৫ ৪৯.৪০ ইউরো (প্রায় ৪৯,৪০০ টাকা) মূল্যে কেনা যাবে।

সাম্প্রতিক রিপোর্টগুলি ইঙ্গিত দিয়েছে যে, গ্লোবাল Oppo Reno 12 সিরিজের স্মার্টফোনগুলিতে নতুন MediaTek Dimensity 7300 প্রসেসর থাকবে, যা Dimensity 7050 চিপসেটের উত্তরসূরি। এটি পূর্বসূরি তুলনায় প্রায় ২০% পাওয়ার খরচ হ্রাস করার সাথে সাথে ২০% বেশি কর্মক্ষমতাও প্রদান করে।

তবে Oppo Reno 12 সিরিজের ফাঁস হওয়া ক্যামেরার স্পেসিফিকেশন নিয়ে কিছু সন্দেহ রয়েছে। কেননা সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, Oppo Reno 12 Pro ফোনে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৬০০ প্রাইমারি ক্যামেরা থাকবে, যেখানে Oppo Reno 12 5G ফোনের গ্লোবাল মডেলটি ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসবে। তবে দাবি করা হচ্ছে যে এর মধ্যে কোনও টেলিফটো ক্যামেরা থাকবে না। কিন্তু বর্তমান প্রজন্মের Oppo Reno 11 5G স্মার্টফোনের গ্লোবাল মডেলে একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা বিদ্যমান, আর ওপ্পো এর উত্তরসূরি মডেলটি নিম্নমানের ক্যামেরা হার্ডওয়্যার সহ প্রকাশ করবে বলে মনে হয়না। তাই এই নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। আশা করা যায় আগামী দিনে আরও রিপোর্ট সামনে এলে বিষয়টি পরিষ্কার হবে।