Categories: Mobiles

শুধু ক্যামেরা নয়, Oppo Reno 12 ও Reno 12 Pro দেবে জবরদস্ত পারফরম্যান্স, কোন প্রসেসর থাকবে

আগামী জুন মাসে Huawei, Honor, Vivo, এবং Oppo মিড-রেঞ্জে নতুন স্মার্টফোন সিরিজ উন্মোচন করতে চলেছে। আসন্ন লাইনআপগুলি হল – Huawei Nova 13, Honor 200, Vivo S19 এবং Oppo Reno 12। যার মধ্যে Oppo সংস্থার লেটেস্ট সিরিজের Reno 12 এবং Reno 12 Pro মডেল দুটির বেশ কয়েকটি মুখ্য ফিচার গত ফেব্রুয়ারি মাসে সামনে এসেছিল। যদিও মাঝে প্রায় এক-দেড় মাস ডিভাইসগুলি সম্পর্কে আর কিছু জানা যায়নি। তবে এখন Oppo Reno 12 সিরিজের প্রসেসর সহ ডিসপ্লে, ক্যামেরা, চার্জিং ক্যাপাসিটি ও ডিজাইন সংক্রান্ত তথ্য ফাঁস হয়েছে।

Oppo Reno 12 সিরিজের মুখ্য ফিচার ফাঁস হল অনলাইনে

চীনা মাইক্রব্লগিং সাইট উইবো (Weibo) -এর মাধ্যমে হালফিলে এক টিপস্টার আসন্ন ওপ্পো সিরিজের সম্ভাব্য ফিচার সামনে এনেছেন। তার পোস্ট অনুসারে, ওপ্পো রেনো 12 সিরিজ মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 এবং ডাইমেনসিটি 9200 প্লাস চিপসেট চালিত হবে। যদিও কোন মডেলে কোন প্রসেসর থাকবে তা স্পষ্ট করা হয়নি। এক্ষেত্রে জানিয়ে রাখি, পূর্বসূরি রেনো 11 (Reno 11) এবং রেনো 11 প্রো (Reno 11 Pro) ফোনের চীনা সংস্করণে যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 ও কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 এসওসি ব্যবহার করা হয়েছিল। ফলে সম্ভাবনা আছে সংস্থাটি, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 এবং ‘প্রো’ ভ্যারিয়েন্ট ডাইমেনসিটি 9200 প্লাস প্রসেসরের সাথে লঞ্চ করবে।

এদিকে চিপসেটের পাশাপাশি সিরিজটির অন্যান্য কয়েকটি ফিচারও আলোচনা করা হয়েছে পোস্টে। দাবি করা হচ্ছে, ওপ্পো রেনো 12 ফোন 1080 পিক্সেল রেজোলিউশন সমর্থিত ডিসপ্লে প্যানেল অফার করবে। আবার উচ্চতর মডেলে দেখা যাবে 1.5কে রেজোলিউশন সমর্থিত ডিসপ্লে। উভয় ডিভাইস মাইক্রো কার্ভিয়েচার পরিবেষ্টিত টাচ-স্ক্রীনের সাথে আসবে বলেও জানা গেছে।

ডিজাইনের নিরিখে, Oppo Reno 12 সিরিজ প্লাস্টিকের মিডল ফ্রেম এবং গ্লাস ব্যাক প্যানেল সহ লঞ্চ হতে হয়তো। এক্ষেত্রে সিরিজের দুটি ফোনের রিয়ার ক্যামেরা মডিউলে পোর্ট্রেট ছবি ক্যাপচারের জন্য 2এক্স অপটিক্যাল জুম যুক্ত 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা বিদ্যমান থাকবে। এছাড়া সিরিজটি 80 ওয়াট চার্জিং প্রযুক্তির সমর্থন প্রদান করবে বলেও দাবি করেছেন টিপস্টার।

প্রসঙ্গত সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, এই স্মার্টফোন সিরিজের পাশাপাশি Oppo বর্তমানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর চালিত Oppo Pad 3 নামের একটি ট্যাবলেটের উপর কাজ করছে। এছাড়াও ব্র্যান্ডটি শীঘ্রই একটি নয়া ইয়ারফোন লঞ্চ করার ইঙ্গিতও দিয়েছে। এক্ষেত্রে মনে করা হচ্ছে, আসন্ন এই ডিভাইসগুলি Oppo Reno 12 সিরিজের সাথেই অর্থাৎ জুন মাসে চীনে উন্মোচন করা হতে পারে। যদিও সংস্থার তরফ থেকে এখনো এই বিষয়ক কোনো ঘোষণা সামনে না আসায়, খবরটির সত্যতা সম্পর্কে এক্ষুনি নিশ্চিত হওয়া যাচ্ছে না…

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago