oppo-reno-12f-5g-bis-tdra-eec-camera-fv-5-listing-expected-specifications

Oppo Reno 12F: রেনো সিরিজে নতুন ফোন আনছে ওপ্পো, থাকবে 50MP সেলফি ক্যামেরা

ওপ্পো চলতি বছরের শুরুতে একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে Oppo Reno 11F লঞ্চ করেছে। বর্তমানে শোনা যাচ্ছে যে ব্র্যান্ডটি এর উত্তরসূরি Oppo Reno 12F মডেলটিকে বাজারে আনার পরিকল্পনা করছে। তবে কোনওরকম আনুষ্ঠানিক ঘোষণার আগেই এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC), টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland), ইউএল ডেমকো (UL Demko), ক্যামেরা এফভিএফ-৫ (Camera FV-5), মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM), ভারতের বিআইএস (BIS) এবং সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TDRA)-এর মতো সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Oppo Reno 12F হ্যান্ডসেটটিকে দেখা গেছে, যা এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Oppo Reno 12F হাজির হল FCC সার্টিফিকেশন প্ল্যাটফর্মে

CPH2637 মডেল নম্বর সহ ওপ্পো রেনো ১২এফ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের সার্টিফিকেশন ডেটাবেসে দেখা গেছে। এফসিসি-এর লিস্টিংয়ে আসন্ন স্মার্টফোনটির ব্যাটারি এবং চার্জিং অ্যাডাপ্টারটি যথাক্রমে VCB4JAUH এবং BLPA79 মডেল নম্বরগুলির সাথে তালিকাভুক্ত হয়েছে। এর আগে টিইউভি রাইনল্যান্ড ডেটাবেসে, হ্যান্ডসেটটির ব্যাটারির ক্ষমতা এবং ফাস্ট চার্জিং স্পিডও প্রকাশিত হয়েছিল। BLPA79 হল ৪,৮৭০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন শেল, যেটিকে সম্ভবত ওপ্পো রেনো ১২এফ ফোনের জন্য ৫,০০০ এমএএইচ হিসেবে রেট করা হবে।

এর পাশাপাশি, ইউএল ডেমকো (UL Demko) সার্টিফিকেশন নিশ্চিত করেছে যে, VCB4JAUH চার্জিং অ্যাডাপ্টারটি হল একটি ৪৫ ওয়াটের ওয়্যার্ড ফাস্ট চার্জার। আজ (৩১ মে) ওপ্পো রেনো ১২এফ মডেলটিকে বিভিন্ন দেশের একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল, যার মধ্যে রয়েছে মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM), ভারতের বিআইএস (BIS) এবং সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TDRA)।

এদিকে, ক্যামেরা এফভিএফ-৫ (Camera FV-5) ডেটাবেস Oppo Reno 12F ফোনের কিছু ক্যামেরা স্পেসিফিকেশনও নিশ্চিত করেছে। জানা গেছে যে ডিভাইসটির পিছনে এফ/১.৮ অ্যাপারচার এবং ৪ মিমি ফোকাল লেন্থ সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সামনে এফ/২.৪ অ্যাপারচার এবং ৩.২ মিমি ফোকাল লেন্থ সহ একটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত থাকবে।

উল্লেখ্য, এর আগে Oppo Reno 11F হ্যান্ডসেটটি ভারতের মতো বাজারে উপলব্ধ Oppo F23 Pro ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে লঞ্চ হয়। তাই খুব সম্ভবত Oppo Reno 12F ভারতের বাজারে Oppo F25 Pro হিসাবে আত্মপ্রকাশ করবে। এই মুহূর্তে ফোনটির সম্পর্কে আর কোনও তথ্য উপলব্ধ নেই, তবে আশা করা যায় খুব শীঘ্রই এবিষয়ে আরও জানা যাবে।