ভারতে লঞ্চ হল Oppo-র প্রথম ফাইভজি ফোন Reno 5 Pro 5G

গতমাসে অপ্পো তার ঘরেলু মার্কেটে লঞ্চ করেছিল Reno 5 সিরিজ। এবার এই সিরিজের প্রো মডেল Oppo Reno 5 Pro 5G কে ভারতে নিয়ে আসা হল। এই প্রিমিয়াম ফোনের সাথে অপ্পো পূর্বে গ্লোবালি লঞ্চ হওয়া Enco X ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডও ভারতে লঞ্চ করেছে। জানিয়ে রাখি অপ্পো রেনো ৫ প্রো ৫জি হল ভারতে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি ১০০০+ প্রসেসরের প্রথম ফোন। পাশাপাশি ভারতে এটি অপ্পোর প্রথম ৫জি ফোনও। ফোনটি যাতে হালকা ও পাতলা হয় তার দিকেও অপ্পো বিশেষ নজর দিয়েছে৷ এটি ৭.৬ মিমি পাতলা ও ওজন ১৭৩ গ্রাম। ফোনের ব্যাক প্যানেলটি স্ক্র্যাচ ও ফিঙ্কারপ্রিন্ট রেজিট্যান্স। আসুন Oppo Reno 5 Pro 5G ফোনটির স্পেসিফিকেশন ও দাম এবার জেনে নেওয়া যাক।

Oppo Reno 5 Pro 5G-এর দাম

ভারতে অপ্পো রেনো ৫ প্রো ৫জি এর দাম ৩৫,৯৯০ টাকা রাখা হয়েছে। এই মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের। ফোনটি সিঙ্গেল কনফিগারেশনে এসেছে। এটি অ্যাস্ট্রাল ব্লু ও স্টারি নাইট কালার অপশনে উপলব্ধ হবে। ২২ জানুয়ারি থেকে ফ্লিপকার্ট ও অপ্পোর ওয়েবসাইট ও রিটেল স্টোরে এর বিক্রি শুরু হবে।

Oppo Reno 5 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

অপ্পো রেনো ৫ প্রো ৫জি ফোনে 3D কার্ভজ স্ক্রিন সহ ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এর পিক্সেল রেজোলিউশন ২৪০০x১০৮০ এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে ২.৬ গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে আছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবেনা। সিকিওর ফোন আনলকের জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালার ওএস ১১.১ দ্বারা চালিত।

ফটোগ্রাফির জন্যা Oppo Reno 5 Pro 5G ফোনের পিছনে আছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল (এফ/১.৭)। অন্য তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড-এঙ্গেল ক্যামেরা (এফ/২.২), ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা (এফ/২.৪), এবং ২ মেগাপিক্সেলের পোট্রেট ক্যামেরা (এফ/২.৪)। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটির সামনে আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ক্যামেরাতে বিভিন্ন ফিচার বর্তমান, যেমন- এর এআই হাইলাইট ভিডিও প্রযুক্তি কম আলোতেও উজ্জ্বল ও বিশদে ভিডিও ক্যাপচার করতে পারবে। এছাড়া অন্যান্য ক্যামেরা ফিচারের মধ্যে আছে লাইভ এইচডিআর, পোট্রেট মোড, নাইট মোড।

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 5 Pro 5G ফোনে ৪,৩৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে। যার সাথে ৬৫ ওয়াট ফ্ল্যাশ চার্জিং (SuperVOOC 2.0) সাপোর্ট করে। ফোনটি ৫ মিনিটের চার্জে ৪ ঘণ্টা চলতে পারবে বলে কোম্পানির দাবি। এছাড়াও এই ফোনে সাপোর্ট করে ১৮ ওয়াট কুইক চার্জ চার্জিং। আবার এতে রিভার্স চার্জিং সুবিধাও উপলব্ধ। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট।

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Share
Published by
Shuvro

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago