এরকম ফোন পকেটস্থ করার সৌভাগ্য সবার হয় না, Oppo-র নতুন মডেলের সেল শুরু

বেশ কিছুদিন ধরে টিজ করার পর, ওপ্পো গত সপ্তাহে ভারতীয় বাজারে একাধিক কালেক্টেবেল আইটেম ও অ্যাক্সেসরির সাথে আকর্ষণীয় ডিজাইনের Oppo Reno 8 Pro House of the Dragon Limited Edition লঞ্চ করেছে। ওপ্পো এবং বিখ্যাত আমেরিকান ফ্যান্টাসি ড্রামা সিরিজ House of the Dragon-এর নির্মাতা ওয়ার্নার ব্রাদার্স স্টুডিয়োর মধ্যে পার্টনারশিপের ফসল হল এই বিশেষ সংস্করণের হ্যান্ডসেটটি। ভারতের বাজারে অবশেষে আজ থেকে এই বিশেষ ওপ্পো ফোনটির বিক্রি শুরু হচ্ছে। প্রসঙ্গত, এই সীমিত সংস্করণের Oppo Reno 8 Pro-এর রিটেইল বক্সে কোম্পানি বেশ কিছু এক্সক্লুসিভ গুডি অফার করেছে। ফোনটির কালো রঙের কাস্টমাইজড বক্সে একটি সংগ্রহযোগ্য সোনালী রঙের ড্রাগন এগ, হাউস টারগারিয়েন সিগিলের সাথে একটি কীচেন এবং একটি ড্রাগন প্রতীকের ফোন হোল্ডার অন্তর্ভুক্ত রয়েছে৷ তবে স্পেসিফিকেশনের দিক থেকে, ডিভাইসটি স্ট্যান্ডার্ড Reno 8 Pro-এর অনুরূপ। তাই আসুন Oppo Reno 8 Pro House of the Dragon Limited Edition এর মূল্য, প্রাপ্যতা এবং বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে ওপ্পো রেনো ৮ প্রো হাউস অফ দ্য ড্রাগন লিমিটেড এডিশন-এর দাম এবং লভ্যতা – Oppo Reno 8 Pro House of the Dragon Limited Edition Price in India and Availability

ওপ্পো রেনো ৮ প্রো হাউস অফ দ্য ড্রাগন লিমিটেড এডিশন-এর একমাত্র ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ৪৫,৯৯৯ টাকা। স্মার্টফোনটি শুধুমাত্র ভারতের জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart)-এ আজ (১৩ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে কেনার জন্য উপলব্ধ।

ওপ্পো রেনো ৮ প্রো-এর স্পেসিফিকেশন – OPPO Reno 8 Pro Specifications

ওপ্পো রেনো ৮ প্রো-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। ডিভাইসটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০-ম্যাক্স প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যা ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Oppo Reno 8 Pro-এর রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অবস্থান করছে৷ আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান।

সর্বোপরি পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Reno 8 Pro-তে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য, এই ওপ্পো ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। Reno 8 Pro ৫জি সংযোগ, ব্লুটুথ এবং জিপিএস সাপোর্ট করে।