জল লাগলেও নষ্ট হবে না, ১,৫০০ টাকার কমে সেরা ট্রু ওয়্যারলেস ইয়ারবাডগুলি (TWS) দেখে নিন

রৌদ্রতপ্ত গ্রীষ্মকে বিদায় জানিয়ে দেশে বর্ষার আগমন ঘটে গেছে ইতিমধ্যেই। তবে বর্ষণমুখর দিনগুলি আমাদের জন্য স্বস্তি নিয়ে এলেও, আমাদের গ্যাজেটগুলির ক্ষেত্রে কিন্তু অশনি সংকেত হয়ে আসে। বহু রিপোর্টে দাবি করা হয়েছে যে, অন্যান্য ঋতুর তুলনায় বর্ষাতে ইয়ারফোন সহ অন্যান্য গ্যাজেট বেশি নষ্ট হয়। যদিও এখনকার দিনে ফোন, হেডফোন সহ অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস বিভিন্ন জল প্রতিরোধী রেটিংসহ আসে। তাই আপনি যদি নিজের জন্য একটি ওয়াটারপ্রুফ ওয়্যারলেস ইয়ারবাড কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে, আজ আমরা আপনাকে ১,৫০০ টাকার নিচে উপলব্ধ কয়টি সেরা ইয়ারফোনের খোঁজ দেব। চলুন এই ওয়্যারলেস ইয়ারবাডগুলির নাম ও বিশেষত্ব জেনে নেওয়া যাক।

১,৫০০ টাকার নিচে উপলব্ধ ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের তালিকা

Micromax Airfunk 1: মাইক্রোম্যাক্সের এই ওয়্যারলেস ইয়ারবাডের দাম ১,২৯৯ টাকা। এতে, ৯ মিমি ডাইনামিক ড্রাইভার এবং স্মার্ট টাচ কন্ট্রোল প্যানেল আছে। এটি IP44 ওয়াটারপ্রুফ রেটিং প্রাপ্ত। সংস্থার দাবি, এটি একক চার্জে ৫ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম অফার করবে।

Boult Audio Freepods Pro: বোল্ট অডিও ফ্রিপডস প্রো ওয়্যারলেস ইয়ারবাডে, মাইক্রো সাবউফার আছে। এতে থাকা ডুয়েল মাইক্রোফোন ভয়েস কলের সময়ে নয়েজ হ্রাস করবে। এটি একক চার্জে ৮ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম সরবরাহ করবে। আর যেহেতু এই অডিও ডিভাইসটি IPX5 রেটিং প্রাপ্ত, সেহেতু সামান্য জল-ঘাম-ধুলোয় এর কোনো ক্ষতি হবে না। বোল্টের এই হেডসেটের দাম ১,২৯৯ টাকা।

Ptron BassBuds Ultima: ১,৪৯৯ টাকা দামের পিট্রন ব্যাসবাডস আল্টিমাকে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার, টাচ কন্ট্রোল প্যানেল এবং ১০ মিমি ডাইনামিক ড্রাইভারের সাথে লঞ্চ করা হয়েছে। এটি একটানা ১৫ ঘন্টা প্লেব্যাক টাইম অফার করবে। এই ওয়্যারলেস অডিও প্রোডাক্টটি IPX4 রেটিং প্রাপ্ত। ফলে বর্ষাকালেরও এটিকে ব্যবহার করা যাবে।

Boult Audio AirBass Q10: বোল্টের এই ওয়্যারলেস ডিভাইসের দাম ১,০৯৯ টাকা। গেমাররা এতে লো-লেটেন্সি গেমিং মোড পেয়ে যাবেন। আবার, পারিপার্শ্বিক নয়েজকে রুখতে এতে প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার উপলব্ধ থাকছে। এটি IPX5 সার্টিফাইড এবং একক চার্জে এতে ৬ ঘন্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে।

Ptron Bassbuds Plus: IPX4 রেটিং প্রাপ্ত পিট্রন ব্যাসবাডস প্লাসকে ৮৯৯ টাকায় কেনা যাবে। এটি একক চার্জ ৪ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক অফার করবে। আর এর চার্জিং কেসে থাকা ডিজিটাল ডিসপ্লেতে ব্যাটারি পার্সেন্টেজ দেখা যাবে। এটিও একটি ওয়্যারলেস ইয়ারবাড।

Ambrane NeoBuds 33: তালিকাভুক্ত ওয়্যারলেস ইয়ারবাডগুলির মধ্যে এটির দাম সর্বাধিক কম, ৭৯৯ টাকা। এতে ১০ মিমি দৈর্ঘ্যের ডাইনামিক ড্রাইভার আছে, যা উৎকর্ষ মানের এবং ডিপ ব্যাস যুক্ত সাউন্ড সরবরাহ করবে। সাথে ভয়েস কল, মিউজিক ট্র্যাক বা ডিভাইস ফিচার নিয়ন্ত্রণের জন্য ইয়ারবাডে থাকছে টাচ প্যানেল। নিওবাডস ৩৩, ইউজারদের ৩.৫ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক অফার করবে এবং এটি IPX4 সার্টিফাইড।

Boult Audio AirBass MuseBuds: জলরোধী ডিজাইনের সাথে আসা Boult Audio AirBass MuseBuds এর দাম ১,১৯৯ টাকা। এতে, অটো পেয়ারিং ফাঙ্কশন, প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি এবং মনোপড ফিচার বর্তমান। এটি ৫.৫ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকবে।

Truke Buds Q1: IPX4 রেটিং প্রাপ্ত এই ওয়্যারলেস ইয়ারবাডের দাম ১,২৯৯ টাকা ধার্য করা হয়েছে। এই অডিও ডিভাইসে, লো-লেটেন্সি গেমিং মোড আছে। এটি ১০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে। আর এর চার্জিং কেসে থাকা ডিজিটাল ডিসপ্লেতে ব্যাটারি পার্সেন্টেজ দেখা যাবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের সাথেই সামঞ্জস্যপূর্ণ এই হেডসেট।

Ptron Bassbuds Pro: এই ট্রু ওয়্যারলেস ইয়ারফোন কিনতে আপনাকে মাত্র ১,১৯৯ টাকা খরচ করতে হবে। এতে, বিল্ট-ইন সিরামিক মাইক আছে। আর পারিপার্শ্বিক হট্টগোলের আওয়াজকে কমাতে প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। ব্যাসবাডস প্রো ৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। এটি জল ও ঘাম রোধী।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন