শুধু Amazon নয়, এবার এখান থেকেও কিনতে পারবেন Oppo-র নতুন ইয়ারবাডস ও 108 MP ক্যামেরার স্মার্টফোন

বেশ কিছুদিন ধরেই ওপ্পো (Oppo)-এর আসন্ন Reno 8T স্মার্টফোনটিকে নিয়ে জল্পনা চলছিল। তবে, সম্প্রতি কোম্পানির তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে, আগামী ৩ ফেব্রুয়ারি ভারতে এটি লঞ্চ করা হবে৷ ডিভাইসটির সাথে Oppo Enco Air 3 ট্রু ওয়্যারলেস ইয়ারফোনটিও বাজারে পা রাখবে৷ আর আনুষ্ঠানিক লঞ্চের আগেই এখন, সংস্থাটি বিভিন্ন চ্যানেলে Reno 8T এবং Enco Air 3-কে টিজ করছে। টিজারগুলির মাধ্যমে এই পণ্যগুলি কোন অনলাইন সাইটে বিক্রি হবে, সেসম্পর্কেও জানা গেছে৷ আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Oppo Reno 8T এবং Enco Air 3 ভারতে Flipkart-এর মাধ্যমে বিক্রি করা হবে

ওপ্পো রেনো স্মার্টফোনের গত কয়েক প্রজন্মের মতোই, রেনো ৮টি-ও ফ্লিপকার্ট (Flipkart)-এ বিক্রি হবে। পাশাপাশি, ওপ্পো এনকো এয়ার ৩ ইয়ারফোনটিও ফ্লিপকার্টের মাধ্যমে পাওয়া যাবে। জানিয়ে রাখি, ওপ্পোর এনকো লাইনআপের অডিও ডিভাইসগুলি সাধারণত অ্যামাজনের মাধ্যমে ভারতে বিক্রি হয়। এছাড়াও বলা হচ্ছে, ফ্লিপকার্ট ছাড়াও, এই দুটি ডিভাইস ভারত জুড়ে ওপ্পোর প্রথম পক্ষের অনলাইন স্টোর এবং রিটেইল স্টোরের মাধ্যমেও পাওয়া যাবে। সেখানে বিভিন্ন লঞ্চ অফারও থাকতে পারে।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, ওপ্পো রেনো ৮টি মডেলটি ওপ্পো এ১ প্রো-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে আসবে, তবে এতে একটি অতিরিক্ত ২ মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ ক্যামেরা অবস্থান করবে। এছাড়া, এই ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭ ইঞ্চির ১০-বিট ওলেড (OLED) ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট, একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৪,৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াট ফাস্ট-ওয়্যার্ড চার্জিং সাপোর্ট অফার করবে।

অন্যদিকে, Oppo Enco Air 3 একটি নতুন অডিও ডিভাইস হতে চলেছে। এই আসন্ন ইয়ারবাডে অ্যাপলের AirPods-এর মতো ডিজাইন দেখা যাবে। তবে, এর কেসের লিডটি স্বচ্ছ হতে পারে। আইপি৫৪ (IP54)-রেটেড ইয়ারবাডগুলি একটি হাইফাই ৫ ডিএসপি (HiFi 5 DSP) চিপ এবং ৩১ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে।