Oppo ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, শীঘ্রই পাবেন 5G পরিষেবা

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে ১ অক্টোবর ভারতে চালু হয়েছে ৫জি ইন্টারনেট পরিষেবা। তারপর থেকেই দেশের টেলিকম কোম্পানিগুলি গ্রাহকদের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা এয়ারটেল (Airtel) এদেশের আটটি গুরুত্বপূর্ণ শহরে ৫জি পরিষেবা রোল আউট করতে শুরু করেছে। আবার সম্প্রতি স্মার্টফোন নির্মাতা ওপ্পো (Oppo) ঘোষণা করেছে যে, তারা ভারতের এয়ারটেল ব্যবহারকারীদের জন্য তাদের ডিভাইসে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট নিয়ে আসছে। বাজারে বিদ্যমান যে সমস্ত ওপ্পো ব্র্যান্ডযুক্ত স্মার্টফোন ৫জি নেটওয়ার্কিং সাপোর্ট করে, সেই সকল ফোনের ব্যবহারকারীরা তাদের হ্যান্ডসেটে এয়ারটেল নেটওয়ার্ক ব্যবস্থার সাথে ৫জি পরিষেবা উপভোগ করতে পারবেন।

Oppo তাদের সকল 5G-সক্ষম ফোনে Airtel ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে 5G সাপোর্ট

বর্তমানে ভারতের বিভিন্ন টেলিকম অপারেটররা সারা দেশে ৫জি নেটওয়ার্ক রোল আউটের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তারমধ্যেই এবার ওপ্পো এদেশের সকল এয়ারটেল ব্যবহারকারীদের জন্য নতুন এবং দ্রুত নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে। ভারতীয় টেলিকম সংস্থাটির সাথে ওপ্পোর পার্টনারশিপ হিসাবে এটি সামনে এসেছে। কনজিউমার বিজনেস এয়ারটেলের ডিরেক্টর, শাশ্বত শর্মা জানিয়েছেন যে, ওপ্পো এয়ারটেলের একটি দীর্ঘস্থায়ী অংশীদার এবং তারা তাদের ৫জি যাত্রায় ওপ্পোর সহযোগিতা পেয়ে খুশি।

এছাড়াও তিনি বলেছেন যে, এয়ারটেল ৫জি প্লাস (Airtel 5G Plus) ইতিমধ্যেই আটটি শহরে লাইভ হয়েছে এবং সংস্থা সারা দেশে এই পরিষেবাটি দ্রুততার সাথে চালু করার পরিকল্পনা করছে। বিদ্যমান এয়ারটেল ৪জি সিমগুলি ৫জি-সক্ষম তাই গ্রাহকরা শুধুমাত্র স্মার্টফোনের সেটিংসে গিয়ে ৫জি নেটওয়ার্ক নির্বাচন করে সমস্ত ওপ্পো ৫জি ডিভাইসেই অতিদ্রুত ৫জি পরিষেবা উপভোগ করতে পারেন। এয়ারটেল জানিয়েছে, তাদের নেটওয়ার্ক সর্বোত্তম অভিজ্ঞতা প্রদান করবে। লেটেস্ট পরিষেবাটি বর্তমানের তুলনায় ২০ থেকে ৩০ গুণ বেশি গতিতে উৎকৃষ্ট ভয়েস এক্সপেরিয়েন্স এবং অতি-দ্রুত কল কানেক্টিভিটি অফার করবে।

সুতরাং, যেহেতু ৫জি নেটওয়ার্কিংয়ের সুবিধা উপভোগ করার জন্য আলাদা এয়ারটেল সিম কার্ড ব্যবহার করতে হবে না, তাই ভারতের বিভিন্ন শহরে বসবাসকারী ওপ্পো ৫জি ফোন ব্যবহারকারীরা দ্রুত ইন্টারনেট সংযোগের সুবিধা পেতে শুধুমাত্র সেটিংসে থাকা ৫জি অপশনটি এনেবল করবেন।