Oukitel WP35: 15,000 টাকায় 24GB র‍্যাম, 2 মাসের ব্যাটারি লাইফ, আসছে বিশ্বের সবচেয়ে স্লিম 5G ফোন

Oukitel WP35 5G Rugged Phone Launched: রাগড্ (rugged) স্মার্টফোন তৈরির জন্য জনপ্রিয় চীনা কোম্পানি Oukitel এবার তার প্রোডাক্ট পোর্টফোলিও আরও প্রসারিত করল। আসলে ব্র্যান্ডটি সম্প্রতি…

Oukitel WP35 5G Rugged Phone Launched: রাগড্ (rugged) স্মার্টফোন তৈরির জন্য জনপ্রিয় চীনা কোম্পানি Oukitel এবার তার প্রোডাক্ট পোর্টফোলিও আরও প্রসারিত করল। আসলে ব্র্যান্ডটি সম্প্রতি তার নতুন Oukitel WP35 রাগড্ স্মার্টফোনের ঘোষণা করেছে এবং লঞ্চের প্রস্তুতিও নিচ্ছে। তাদের মতে, এটি বিশ্বের সবচেয়ে পাতলা 5G রাগড্ স্মার্টফোন হতে চলেছে যাতে 11,000mAh ব্যাটারি ও আরও অনন্য সব ফিচার থাকবে।

এদিকে, লঞ্চ অফারের আওতায় Oukitel কোম্পানি এই বিশেষ হ্যান্ডসেটটি ৫ দিন ধরে সস্তায় বিক্রি করবে বলে জানা গেছে। তো আসুন, এখন Oukitel WP35 রাগড্ স্মার্টফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে সবকিছু জেনে নিই।

Oukitel WP35 রাগড্ স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

লেটেস্ট ওকিটেল ডব্লিউপি৩৫ রাগড্ ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশনযুক্ত ৬.৬ ইঞ্চি 2.4K ডিসপ্লে আছে। এর পুরুত্ব মাত্র ১৪.৯ মিমি এবং এটি ডায়মন্ড কাট প্যাটার্নের রিয়ার ব্যাক প্যানেলের সাথে আসে। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসটিতে দেওয়া হয়েছে ৬এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৫জি প্রসেসর, যার সাথে স্ট্যান্ডার্ড ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ বর্তমান। তবে এর র‍্যাম ক্যাপাসিটি ২৪ জিবি পর্যন্ত এবং মেমরি ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি অফার করবে বিশাল ১১,০০০ এমএএইচের ব্যাটারি – কোম্পানির দাবি, এটি ৬০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দেয়।

এক্ষেত্রে ফটোগ্রাফির জন্য ওকিটেল ফোনটিতে ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৮২ প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের নাইট ভিশন ক্যামেরাসহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে, সাথে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া এটি জল, ধুলো এবং পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা প্রতিরোধের জন্য IP68, IP69K রেটিং এবং MIL-STD-810H সার্টিফিকেশন বহন করে। আসলে প্রতিকূল পরিবেশ সহ্য করার জন্যই স্মার্টফোনটিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

Oukitel WP35 রাগড্ স্মার্টফোনের দাম, লভ্যতা

Oukitel WP35 রাগড্ স্মার্টফোনটির দাম ধার্য করা হয়েছে ২৪৯.৯৯ ডলার (প্রায় ২১,০০০ টাকা), তবে এটি লঞ্চ অফারের অধীনে ১৭৯.৯৯ ডলারের (প্রায় ১৫,০০০ টাকা) প্রারম্ভিক মূল্যে বিক্রি হবে। ১৩ই মে অর্থাৎ আগামী সপ্তাহে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট (oukitel.com) এবং আলিএক্সপ্রেসে ফোনটি কেনার জন্য উপলব্ধ হবে, আর ওইদিন থেকে আগামী ১৭ই মে পর্যন্ত লঞ্চ অফার কাজে লাগানো যাবে। ভারতে এটি কবে, কীভাবে মিলবে – সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে আগ্রহী হলে উল্লিখিত জায়গাগুলি থেকে ফোনটি কেনার চেষ্টা করতে পারেন।