এই কারণে ফোন গরম হয়ে যাচ্ছে না তো? জেনে নিন ঠান্ডা রাখার উপায়

আমাদের সবারই স্মার্টফোন (Smartphone) কমবেশি গরম হয়ে যায়। তবে কেউ কেউ মাত্রাতিরিক্ত ফোন গরম হওয়ার অভিযোগ করেন। আর তারা এর কারণ সম্পর্কেও অবগত নন। আপনিও…

আমাদের সবারই স্মার্টফোন (Smartphone) কমবেশি গরম হয়ে যায়। তবে কেউ কেউ মাত্রাতিরিক্ত ফোন গরম হওয়ার অভিযোগ করেন। আর তারা এর কারণ সম্পর্কেও অবগত নন। আপনিও যদি স্মার্টফোন গরম হয়ে যাওয়ার সমস্যায় পড়েন এবং এই সমস্যা সমাধানের জন্য চিন্তিত হয়ে পড়েন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই। এখানে আমরা ফোন গরম হয়ে যাওয়ার সমস্যা সমাধানের বেশ কয়েকটি উপায় জানাবো।

ফোন গরম হওয়ার কারণ

গরম আবহাওয়া বা সরাসরি সূর্যালোকের সংস্পর্শে আসলে ফোনের তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে এটি গরম হয়ে যেতে পারে।

একটি স্মার্টফোন চার্জ হওয়ার সময়ও সাধারণত তাপ উৎপন্ন করে। বিশেষ করে যখন চার্জ করার জন্য ফাস্ট চার্জার ব্যবহার করা হয়, অথবা চার্জ করতে করতে কোনো অ্যাপ ব্যবহার করা হয়। এছাড়াও নিম্নমানের চার্জার ব্যবহার করলেও ফোন গরম হয়ে যেতে পারে।

অনেক সময় মোবাইল কভারের জন্য তাপ বাইরে বেরোতে পারেনা। ফলে ফোনের ভেন্টিলেশন ঠিকঠাক ভাবে হয় না। সেই কারণে ফোন দ্রুত গরম হয়ে যায়। শুধু মাত্র মোবাইল কভারের জন্যই নয়, ফোনের অভ্যন্তরীণ তাপ যদি ঠিকঠাক বাইরে না বের হয় তাহলেও ফোন গরম হয়ে যেতে পারে।

যখন কেউ গেমিং, ভিডিও স্ট্রিমিং, ভিডিও এডিটিং, রিসোর্স ইনটেন্সিভ অ্যাপ চালানোর মতো কাজের জন্য ফোনটি ব্যবহার করে, তখন ডিভাইসে বেশি চাপ পড়ে। আর এই চাপ অতিরিক্ত তাপ উৎপন্ন করে ফলে মোবাইলটি গরম হয়ে যায়।

এছাড়াও হার্ডওয়ারের সমস্যা ও প্রসেসরে ম্যালফাংশনিং-এর কারণে ফোন গরম হয়ে যেতে পারে। এছাড়াও, ডিভাইস ব্যবহার না করলেও কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে এবং এটি সেই সময় ফোনের সিপিইউ ব্যবহার করে, ফলে ডিভাইসটি অতিরিক্ত গরম হয়ে যায়।

এছাড়াও আপনার স্মার্টফোনটি যদি খুব পুরোনো হয়ে যায়, তাহলেও এটি অতিরিক্ত তাপ উৎপন্ন করতে পারে। যদি আপনার স্মার্টফোনটি ২ থেকে ৩ বছরের পুরানো হয়, আর তার কার্যক্ষমতা হ্রাস পায়, তাহলে অবিলম্বে আপনার ফোনটি পরিবর্তন করা উচিত।

কিভাবে আপনি আপনার ফোন ঠান্ডা রাখবেন ?

একসাথে একাধিক অ্যাপ ব্যবহারের ফলে ফোনের প্রসেসর এবং জিপিও-তে চাপ পড়ে অর্থাৎ গেমিং, ভিডিও স্ট্রিমিং বা একসাথে আরো অ্যাপ চালালে ফোনে প্রচুর তাপ উৎপন্ন হয়। তাই ফোনকে ঠান্ডা রাখার জন্য একাধিক অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকুন।

যদি আপনার ফোনটি প্রতিদিন অতিরিক্ত মাত্রায় গরম হয় তাহলে এর অভ্যন্তরীণ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে নিকটবর্তী স্মার্টফোন কোম্পানির রিটেল স্টোরে যেতে হবে। যদিও সেখানে গেলে আপনার বেশ কিছু টাকা খরচ হতে পারে, তবে আপনার ফোনের কন্ডিশনের উপর খরচের পরিমাণ নির্ভর করবে।

স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিগুলি নিয়মিত সফটওয়্যার আপডেট দিয়ে থাকে। আর এই সফটওয়্যার আপ টু ডেট রাখলে এটি ডিভাইসের পারফরম্যান্স অপটিমাইজ করে এবং বিভিন্ন বাগ ও অন্যান্য সমস্যা গুলিরও সমাধান করে। ফলে হ্যান্ডসেটটির অতিরিক্ত গরম হওয়ার সম্ভাবনা কমে যায়।

উচ্চ তাপমাত্রা বা সরাসরি সূর্যালোক থেকে ফোনটিকে দূরে রাখার চেষ্টা করতে হবে। পাশাপাশি ফোনের ভেন্টিলেশন যাতে ঠিকভাবে হয় তার জন্য সঠিক মোবাইল কভার চয়ন করতে হবে।

সব সময় কোম্পানির দেওয়া চার্জারটি ব্যবহার করা উচিত। কারণ এটির দ্বারা ডিভাইসের কোনো অভ্যন্তরীণ উপাদান ক্ষতিগ্রস্ত হয় না। আর প্রত্যেকটি কোম্পানি তাদের নিজস্ব চার্জার বিক্রি করে থাকে অথবা ফোনের সঙ্গেই এটি দিয়ে থাকে। তাই চার্জ দেবার সময় সেটি ফোনের জন্য উপযুক্ত কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনার ফোনে ৩০ ওয়াট চার্জিং সাপোর্ট করে, আর আপনি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবহার করেন ,তাহলে আপনার ফোনটি ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশেষ দ্রষ্টব্য: যদি আপনার ফোন গরম হয়ে যায় তবে এটিকে রেফ্রিজারেটর বা ফ্রিজারে রাখা এড়িয়ে চলুন। এমন করলে ডিভাইসের অভ্যন্তরীণ উপাদানগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে।