গ্রামে গ্রামে মিলবে হাই স্পিড ইন্টারনেট, BSNL 4G বেসরকারি কোম্পানিকে টেক্কা দিতে প্রস্তুত

গোটা ভারত জুড়ে বর্তমানে দুর্বার গতিতে বয়ে চলেছে 5G-র হাওয়া। ক্রমাগত দেশের একের পর এক শহরে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সার্ভিস চালু করছে ভারতের অন্যতম প্রধান দুই টেলিকম অপারেটর Reliance Jio এবং Airtel। তবে এর মধ্যেই সকল বেসরকারি কোম্পানিগুলির সাথে পাল্লা দিয়ে বাজারে টিকে থাকতে খুব শীঘ্রই গোটা দেশে 4G সার্ভিস চালু করার জন্য রীতিমতো উঠেপড়ে লেগেছে সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি BSNL বা Bharat Sanchar Nigam Limited।

সংস্থাটি বরাবরই দাবি করে আসছে যে, একবার এই পরিষেবা চালু হলেই গোটা দেশের মানুষ একদম সাবলীলভাবে ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হবেন। তবে বিএসএনএলের অনুরাগীদেরকে খুশি করতে গত শুক্রবার একটি ইন্ডাস্ট্রি ইভেন্টে টেলিকম সচিব কে রাজারামন (K Rajaraman) জানিয়েছেন যে, সরকারি টেলিকম কোম্পানিটির ৪জি সার্ভিস চালু হলে প্রতিটি গ্রামে হাই-স্পিড ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করতে সক্ষম হবেন ইউজাররা। অর্থাৎ সোজা কথায় বললে, বিএসএনএলের ৪জি-র আগমন ঘটলে প্রত্যন্ত গ্রামে বসবাসকারী মানুষদেরকেও আর নেটওয়ার্ক সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না।

২০৪০ সালে ভারতের সমস্ত মানুষই ডিজিটালি পেমেন্ট করবেন

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিংহ চৌহান (Devusinh Chauhan) এই অনুষ্ঠানে বলেছেন যে, ২০১৭ সালে চীনের মোট জনসংখ্যার মাত্র অর্ধেক সংখ্যক ভারতীয় ডিজিটাল লেনদেনে জড়িত ছিল। তবে এখন চিত্রটা পুরোপুরিভাবে পাল্টে গিয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২১ সালে ভারতের ডিজিটাল লেনদেন চীনের জনসংখ্যার তুলনায় দ্বিগুণ বলে জানা গিয়েছে। এবং ২০৪০ সালের মধ্যে এদেশের সমস্ত মানুষই পেমেন্ট করার জন্য ডিজিটাল পদ্ধতি অবলম্বন করবেন বলে আশা করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এর পিছনে যে বিএসএনএলের উল্লেখযোগ্য অবদান থাকবে, সেকথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

দেশের প্রায় সমস্ত গ্রামেই নেট পরিষেবা পৌঁছে দেবে BSNL

উল্লেখ্য যে, বিএসএনএলের ৪জি-র পাশাপাশি আর-একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল ভারত নেট প্রোগ্রাম (Bharat Net programme), যা গ্রামীণ অঞ্চলে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গঠনে বিশেষ কার্যকর ভূমিকা পালন করেছে। রাজারমনের মতে, ভারত নেট প্রোগ্রামটি টেলিকম সেক্টরকে প্রায় ১.৯ লক্ষ গ্রামের সাথে সংযোগ স্থাপনে সহায়তা করতে সক্ষম হয়েছে। আশা করা হচ্ছে যে, আগামী বছরের মাঝামাঝি সময়ে এই সংখ্যাটি ২.২ লক্ষের গণ্ডিকে স্পর্শ করবে। ডিওটি (DoT)-র বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ভারত নেট শেষ পর্যন্ত ৬ লক্ষ ভারতীয় গ্রামে পৌঁছে যাবে।

রাজারমন আরও জানিয়েছেন যে, হালফিলে সরকার একটি পাইলট ইনিশিয়েটিভ গ্রহণ করেছে, যার সুবাদে মোট ৬০০ টি ব্লকে ৩০,০০০ টিরও বেশি বাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে ভারত নেট কানেকশন সরবরাহ করা হচ্ছে। এর সুবাদে প্রতিটি বাড়িতে গড়ে ৪৫ জিবি মাসিক ডেটা ব্যবহৃত হয়েছে বলে জানা গিয়েছে। টেলিকম সচিবের কথায়, গ্রামে 4G পরিষেবা পৌঁছানোর ক্ষেত্রে শুধুমাত্র BSNL-এর তরফে যাবতীয় উদ্যোগ নেওয়াই যথেষ্ট নয়, এর পাশাপাশি রাস্তাঘাটের নির্মাণ কার্য এবং জল ও গ্যাস পাইপলাইন স্থাপন সংক্রান্ত কাজগুলিও যথাযথভাবে হওয়া উচিত। কেননা গ্রামাঞ্চলে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে, প্রতি ১,০০০ কিলোমিটারে এই জাতীয় কাজের ক্ষেত্রে কোনো-না-কোনো সমস্যা রয়েছে, যার ফলে গ্রামবাসীদের দৈনন্দিন জীবনযাপনে অসুবিধার পাশাপাশি টাওয়ার স্থাপনের ক্ষেত্রেও নানাবিধ সমস্যার সৃষ্টি হয়, যার সরাসরি প্রভাব নেট পরিষেবার ওপর গিয়ে পড়ে। তাই সবদিকে সুষ্ঠুভাবে কাজ চললে তবেই পরিশেষে সাধারণ মানুষ যথাযথভাবে উপকৃত হবেন।