Categories: MobilesTech News

মাত্র ৫৯৯৯ টাকায় Poco C51 এর এক্সক্লুসিভ Airtel ভ্যারিয়েন্ট লঞ্চ হল, ফোনের সাথে ফ্রি পাবেন ৫০ জিবি ডেটা

ভারতের বাজারে বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করার ক্ষেত্রে পোকো (Poco) একটি অত্যন্ত সুপরিচিত ব্র্যান্ড। এই সেগমেন্টে শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটির লেটেস্ট ডিভাইসগুলির মধ্যে একটি হল Poco C51, যা গত এপ্রিল মাসে এ দেশের বাজারে লঞ্চ হয়েছিল। এটি এমনিতেই একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন। তবে এখন এটিকে আরও বেশি সাশ্রয়ী করতে, পোকো এয়ারটেল (Airtel)-এর সাথে পার্টনারশিপে এর একটি বিশেষ ভ্যারিয়েন্ট উন্মোচন করেছে। এই এক্সক্লুসিভ সংস্করণটি ৫,৯৯৯ টাকা মূল্যে পাওয়া যাবে।

Poco C51-এর সাথে Airtel এক্সক্লুসিভ অফার

পোকো সি৫১-এর জন্য এই বিশেষ অফার শুধুমাত্র এয়ারটেল প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য। টেলিকম কোম্পানিটির বিদ্যমান ইউজার, নতুন ব্যবহারকারী এবং যারা তাদের বর্তমান নম্বর এয়ারটেলে পোর্ট করেছেন – তারা সবাই এই অফারের আওতাভুক্ত। অফার অনুযায়ী, পোকো সি৫১ ফোনটি মাত্র ৫,৯৯৯ টাকার কার্যকর মূল্যে কেনা যাবে, যার মধ্যে এয়ারটেলের এক্সক্লুসিভ সুবিধা রয়েছে।

প্রথম সুবিধা হল যে, ক্রেতারা পোকো সি৫১-এর বিক্রয় মূল্যে ৭.৫% ছাড় (৭৫০ টাকা পর্যন্ত) পাবেন। সঠিক ডিসকাউন্টের পরিমাণ জানতে ইউজাররা ফোনের এয়ারটেল-লক করা এবং আনলক করা ভ্যারিয়েন্টের দাম তুলনা করতে পারেন। এয়ারটেল সমস্ত ক্রেতাদের জন্য বিনামূল্যে ৫০ জিবি ডেটা অফার করছে। এই অতিরিক্ত ডেটা ১০ জিবি করে মোট পাঁচটি কুপন আকারে পাওয়া যাবে। তবে, এক মাসে শুধুমাত্র একটি কুপন রিডিম করা যাবে এবং একবার দাবি করা হলে, এর বৈধতা ৩০ দিন থাকবে।

যেহেতু, এটি একটি Airtel এক্সক্লুসিভ অফার, তাই Poco C51-এর স্পেশাল ভ্যারিয়েন্টটি ১৮ মাসের জন্য প্রি-লক করা থাকবে। ডিভাইস সেটআপের প্রথম ২৪ ঘন্টার মধ্যে ব্যবহারকারীকে ফোনে একটি Airtel সিম কার্ড ঢোকাতে হবে। সিম কার্ডটিতে কমপক্ষে ১৯৯ টাকার ‘Airtel ট্রুলি আনলিমিটেড’ প্ল্যান রিচার্জ থাকতে হবে। যদি কোনও ইউজার এই শর্তগুলি পূরণ করেন, তবেই তিনি অপর সিম কার্ড স্লটে একটি নন-এয়ারটেল সিম ব্যবহার করতে পারবেন। ফ্লিপকার্ট (Flipkart)-এ আগামী ১৮ জুলাই থেকে Poco C51-এর এয়ারটেল-লকড ভ্যারিয়েন্টটির বিক্রি শুরু হবে।

Poco C51-এর স্পেসিফিকেশন

এপ্রিলে লঞ্চ হওয়া Poco C51-এ ৬.৫২ ইঞ্চির এইচডি+ (১,৬০০ x ৭২০ পিক্সেল) ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর দ্বারা চালিত, যার ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। ফোনটিতে ৪ জিবি র‍্যাম (৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট) এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যায়। Poco C51 অ্যান্ড্রয়েড ১৩ (Go Edition) অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Poco C51-এর রিয়ার প্যানেলে এফ/২.০ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেলের এআই (AI) ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Poco C51-এ স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এমআইইউআই ডায়লার, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ব্লুটুথ ৫.০, ২.৪ গিগাহার্টজ ওয়াইফাই, এবং ডাস্ট ও স্প্ল্যাশ প্রুফ ডিজাইন।

Ananya Sarkar

Recent Posts

জানুয়ারিতে আসছে Maruti Suzuki-র প্রথম বৈদ্যুতিক গাড়ি, ভারত থেকে রপ্তানি বিশ্বজুড়ে

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

42 mins ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

1 hour ago

Kuldeep Yadav: ‘মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত এই লেজেন্ডকে নিজের আইডল বলে জানালেন কুলদীপ

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কুলদীপ যাদব বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সম্প্রতি শেষ হওয়া…

2 hours ago

Poco Pad 5G ভারতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 4000 টাকা ছাড়

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের…

2 hours ago

স্মার্ট ফিচার্সের সঙ্গে স্মার্ট ক্যামেরা, ফাঁস হল Honor 200 Smart-এর দাম সহ প্রচুর তথ্য

Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির…

2 hours ago

Flipkart Minutes: অর্ডারের 13 মিনিটের মধ্যে ডেলিভারি, কফি খেতে খেতে ল্যাপটপ হাতে পেল ক্রেতা

ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে দ্রুততম প্রোডাক্ট ডেলিভারির প্রতিযোগিতা রয়েছে। ব্লিঙ্কিট দাবি করে তালা ১০ মিনিটেই প্রোডাক্ট…

3 hours ago