Categories: Mobiles

Poco C51 দশ হাজার টাকার কমে 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 2000 টাকা ছাড়

Poco C51 আজ বাজেট রেঞ্জে ভারতে লঞ্চ হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে এই ফোনের টিজার সামনে আসছিল। নয়া এই ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আবার Poco C51 ফোনে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশন ও এইচডি প্লাস আইপিএস এলসিডি। আসুন পোকো সি৫১ এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Poco C51 Price in India (পোকো সি৫১-এর দাম)

Poco C51-এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। তবে প্রথম সেলে এটি ৭,৭৯৯ টাকায় পাওয়া যাবে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে আগামী ১০ এপ্রিল এর সেল শুরু হবে। আর এটি দুটি কালারে এসেছে – পাওয়ার ব্ল্যাক ও রয়েল ব্লু।

Poco C51-এর স্পেসিফিকেশন ও ফিচার

পোকো সি৫১ ফোনের সামনে দেখা যাবে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) আইপিএস এলসিডি, যা ২০:৯ এসপেক্ট রেশিও, ৪০০ নিটস ব্রাইটনেস ও নাইট লাইট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর, যার সাথে IMG PowerVR GE8320 জিপিইউ দেওয়া হয়েছে। পোকো সি৫১ কেবলমাত্র ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আবার ৭ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। এছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে Poco C51 ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও কিউভিজিএ লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশন অপারেটিং সিস্টেমে চলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Poco C51 ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। আর সিকিউরিটির জন্য রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ ৫.০, ওয়াই-ফাই, মাইক্রো ইউএসবি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।

Julai Mondal

Share
Published by
Julai Mondal

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

16 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

1 hour ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago