সস্তা ফোনের বাজারে Poco-র চমক, 50MP ক্যামেরার নতুন মোবাইল 21 ফেব্রুয়ারি দেশে লঞ্চ করবে

পোকো গত মাসে তাদের C-সিরিজের অধীনে Poco C50 স্মার্টফোনটি লঞ্চ করেছিল। সম্প্রতি শাওমি (Xiaomi) অধীনস্থ ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে, তারা C-সিরিজের আরেকটি নতুন হ্যান্ডসেট খুব শীঘ্রই ভারতীয় বাজারে উন্মোচন করবে, যার নাম Poco C55। আর এখন, এই আপকামিং ফোনটির আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণা করেছে পোকো। জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই এই নয়া ডিভাইসটির ওপর থেকে পর্দা সরানো হবে। আসুন তাহলে এখনও পর্যন্ত বাজেট রেঞ্জের Poco C55 সম্পর্কে যা যা তথ্য সামনে এসেছে, সেগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Poco C55 ভারতের বাজারে আসবে আগামী সপ্তাহেই

পোকো ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে জানিয়েছে যে, তারা আগামী ২১ ফেব্রুয়ারি ভারতে নতুন পোকো সি৫৫ হ্যান্ডসেটটি লঞ্চ করতে করছে৷ জানিয়ে রাখি, এটি একটি বাজেট গ্রেড হ্যান্ডসেট এবং এটি কোম্পানির সি-সিরিজের স্মার্টফোনগুলির একটি অংশ হবে৷ আসন্ন ফোনটি সম্পর্কে এখন পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে তার ওপর ভিত্তি করে বলা যায়, সি৫৫-এর রিয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। এর পাশাপাশি, এতে একটি বড় ক্যামেরা আইল্যান্ডও দেখা যাবে, যার মধ্যে অতিরিক্ত নিরাপত্তার জন্য একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অবস্থান করবে।

এছাড়াও, আগের টিজারগুলি থেকে জানা গেছে যে পোকো সি৫৫-এ একটি চামড়া-সদৃশ রিয়ার ডিজাইন দেখা যাবে। কোম্পানি এখনও সি৫৫ সম্পর্কিত কোনও সূক্ষ্ম বিবরণ প্রকাশ করেনি। যদিও, এই মডেলটিকে একটি নতুন রিয়ার ডিজাইন সহ সম্প্রতি চীনা বাজারে লঞ্চ হওয়া রেডমি ১২সি-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ বলে মনে করা হচ্ছে। অর্থাৎ, বাহ্যিক দিক থেকে আলাদা হলেও পোকো সি৫৫-এর অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলি রেডমি ১২সি-এর সাথে অভিন্ন বা প্রায় একই রকম হতে পারে।

জানিয়ে রাখি, Redmi 12C গত জানুয়ারিতে চীনের বাজারে লঞ্চ হয়েছিল এবং এতে বড় ৬.৭১ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে৷ ডিভাইসটিতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ৬ জিবি পর্যন্ত র‍্যামের সাথে যুক্ত। ক্যামেরার ক্ষেত্রে, Redmi 12C-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা লেন্স এবং একটি ০.০৮ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে।

অন্যদিকে, ফোনটির সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, রেডমির এই বাজেট রেঞ্জের ডিভাইসটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।