Vivo Y21 সাধ্যের মধ্যে অনন্য সব ফিচার সহ লঞ্চ হল, রয়েছে ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট

Vivo Y21 launch: ভারতে Vivo-র Y সিরিজের স্মার্টফোনে যুক্ত হল একটি নতুন মডেল। ভারতীয় বাজারে সাধ্যের মধ্যে বেশ ভাল মিড-রেঞ্জ স্পেসিফিকেশন সহযোগে ভিভো লঞ্চ করেছে Vivo Y21 স্মার্টফোন। বড় এলসিডি ডিসপ্লে, এক্সটেন্ডেড র‌্যাম (১ জিবি), ডুয়েল AI রিয়ার ক্যামেরা, ফাস্ট চার্জিং সাপোর্ট – Vivo Y21-এর ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য। এছাড়া ফোনটি দুটি স্টোরেজ ও কালার ভ্যারিয়েন্টে ভারতে পাওয়া যাবে।

Vivo Y21 স্পেসিফিকেশন

ভিভো ওয়াই২১ স্মার্টফোনে ৬.৫১ ইঞ্চি Halo FullView ডিসপ্লে রয়েছে, যা এইচডি প্লাস রেজোলিউশন, ২০:৯ এসপেক্ট রেশিও ও ৯০.৬ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও অফার করবে। মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর চলবে ভিভো ওয়াই৩৩ এস। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি / ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে ভিভো ওয়াই২১। আবার ৪ জিবি র‌্যাম ৫জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। কারণ এই ফোনে থাকছে অতিরিক্ত ১ জিবি ভার্চুয়াল র‌্যামের সুবিধা। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ১ টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

ফটোগ্রাফির জন্য, Vivo Y21 এর পিছনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (এফ/২.২) ও ২ মেগাপিক্সেল সুপার ম্যাক্রো ক্যামেরা (এফ/২.৪) রয়েছে। ফোনের সামনে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল (এফ/২.০) ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। যাতে পোজ মাস্টার, ফেস বিউটি-সহ নানা ক্যামেরা মোডস মিলবে।

vivo y21 specification

ভিভো Vivo Y21 স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারির রয়েছে, যার সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি অ্যান্ড্রয়েড ১১-ভিত্তিক ফানটাচ ওএস ১১.১ সিস্টেমে রান করবে। ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Vivo Y21 দাম ও লভ্যতা

ভিভো ওয়াই২১-এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ১৩,৯৯০ টাকা। এছাড়া ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে এই ফোন, দাম ১৫,৪৯০ টাকা।

Vivo Y21 ডায়মন্ড গ্লো ও মিডনাইট ব্লু কালার অপশনে উপলব্ধ। ভিভো ইন্ডিয়া ই-স্টোর, অ্যামাজন, ফ্লিপকার্ট, এবং অন্যান্য রিটেল স্টোর থেকে কেনা যাবে এই ফোন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন