Categories: Mobiles

Poco C55 দশ হাজার টাকার কমে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব‌্যাটারি সহ লঞ্চ হল

আজ অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি জনপ্রিয় ব্র্যান্ড Poco তাদের ভারতীয় গ্রাহকদের জন্য Poco C55 স্মার্টফোন লঞ্চ করলো। এটি চলতি বছরে C-সিরিজের অধীনে আগত দ্বিতীয় হ্যান্ডসেট হিসাবে আত্মপ্রকাশ করেছে। প্রথমটি অর্থাৎ Poco C50, গত জানুয়ারি মাসে এন্ট্রি-লেভেল স্পেসিফিকেশনের সাথে বাজারে এসেছিল। নয়া Poco C55 পূর্বসূরির তুলনায় অধিক উন্নত চিপসেট এবং ২০:৯ এসপেক্ট রেশিও যুক্ত ওয়াটারড্রপ নচ টাচ-স্ক্রিন সহ এসেছে। এছাড়া এই ফোনে – ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, একাধিক কানেক্টিভিটি পোর্ট, ৫,০০০ এমএএইচের বড় ব্যাটারি এবং ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যামের মতো একাধিক উল্লেখযোগ্য ফিচার বিদ্যমান থাকছে। সর্বোপরি ডিভাইসটির ব্যাক প্যানেলে লেদার-লাইক স্টিচ ফিনিশিং ডিজাইন দেখা যাবে। চলুন Poco C55 স্মার্টফোনের দাম, লভ্যতা ও স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক…

ভারতে পোকো সি৫৫ -এর দাম ও লভ্যতা (Poco C55 price & Availability in India)

ভারতের বাজারে পোকো সি৫৫ স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে, ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম থাকছ ৯,৪৯৯ টাকা। আর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ আসা উচ্চতর সংস্করণের দাম ১০,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এটিকে তিনটি কালার বিকল্পে পাওয়া যাবে, যথা – পাওয়ার ব্ল্যাক, কুল ব্লু এবং ফরেস্ট গ্রিন।

প্রাপ্যতা সম্পর্কে বললে, নয়া পোকো ফোনটির সেলের তারিখ আগামী ২৮শে ফেব্রুয়ারী নির্ধারণ করা হয়েছে। আর সেল অফার হিসাবে, HDFC, SBI, এবং ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া যাবে। যারপর, পোকো সি৫৫ স্মার্টফোনের উভয় স্টোরেজ ভ্যারিয়েন্টকে যথাক্রমে ৮,৪৯৯ টাকা এবং ৯,৯৯৯ টাকার বিনিময়ে পকেটস্থ করা সম্ভব।

পোকো সি৫৫ -এর স্পেসিফিকেশন ও ফিচার (Poco C55 specifications and features)

সদ্য আগত পোকো সি৫৫ ফোনে পান্ডা গ্লাস প্রটেকশন এবং ওলিওফোবিক কোটিং সহ ৬.৭১-ইঞ্চির এইচডি প্লাস LCD ডিসপ্লে রয়েছে৷ এই ডিসপ্লে – ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২০:৯ এসপেক্ট রেশিও এবং ১৫০০:১ কনট্রাস্ট রেশিও সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর রয়েছে। এটি ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ১২৮ জিবি স্টোরেজ অফার করে। যদিও সংস্থার দাবি অনুসারে, ফোনটি অতিরিক্ত ভাবে আরো ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচার সাপোর্ট সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন যাবে, যাতে গুগল ডায়লারের পরিবর্তে এমআইইউআই ডায়ালার অন্তর্ভুক্ত৷

ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, Poco C55 স্মার্টফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ডেপ্থ সেন্সর। এই রিয়ার ক্যামেরাগুলি – পোর্ট্রেট মোড, নাইট মোড, টাইম-ল্যাপস এবং HDR -এর মতো ফটোগ্রাফি ফিচার অফার করে। ডিভাইসের সামনে দেখা যাবে ৫ মেগাপিক্সেলের সেলফি শুটার। তদুপরি কানেক্টিভিটির জন্য এতে – ডুয়াল সিম স্লট, 4G VoLTE, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত। পরিশেষে Poco C55 স্মার্টফোনে ১০ ওয়াট চার্জিং প্রযুক্ত সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Subhadip Dasgupta

Share
Published by
Subhadip Dasgupta

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

28 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

34 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

43 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

54 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago