দাম শুনলে কিনতে ছুটবেন, Poco C65 বাজার কাঁপাতে লঞ্চ হবে রবিবার, ফিচার্স জেনে রাখুন

শাওমি অধীনস্থ জনপ্রিয় ব্র্যান্ড পোকো (Poco) শীঘ্রই সাশ্রয়ী মূল্যে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে৷ Poco C65 নামের ফোনটিকে সম্প্রতি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে…

শাওমি অধীনস্থ জনপ্রিয় ব্র্যান্ড পোকো (Poco) শীঘ্রই সাশ্রয়ী মূল্যে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে৷ Poco C65 নামের ফোনটিকে সম্প্রতি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। এবার কোম্পানি আনুষ্ঠানিকভাবে গ্লোবাল মার্কেটে Poco C65-এহ র মূল্য এবং লঞ্চের তারিখ ঘোষণা করেছে।

Poco C65-এর গ্লোবাল লঞ্চের তারিখ এবং মূল্য

পোকো গ্লোবাল তাদের অফিসিয়াল এক্স (আগে টুইটার হিসাবে পরিচিত) অ্যাকাউন্ট থেকে পোকো সি৬৫-এর দাম প্রকাশ করেছে। সংস্থাটি আসলে ‘আর্লি বার্ড’ প্রাইস নিশ্চিত করেছে। ফোনটির ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের প্রাথমিক মূল্য হবে ১০৯ মার্কিন ডলার (প্রায় ৯,০৭৫ টাকা)। অন্যদিকে ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ১২৯ মার্কিন ডলার (প্রায় ১০,৭৪০ টাকা)। তবে মনে রাখবেন যে, এই আর্লি বার্ড মূল্য, লঞ্চের পর কিছু সময়ের জন্যই প্রযোজ্য হবে।

এছাড়া, পোকোর নতুন সি৬৫ মডেলটি আগামী ৫ নভেম্বর অনলাইনে লঞ্চ করা হবে বলেও নিশ্চিত করা হয়েছে। কোম্পানি দ্বারা শেয়ার করা পোস্টারটি এও প্রকাশ করেছে যে, এতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার হবে। ডিভাইসটির রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের এআই (AI) ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করবে। তবে, এর বেশি তথ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়নি।

এর আগে, Poco C65-কে থাইল্যান্ডের এনবিটিসি (NBTC), সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TDRA), সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC)-তে দেখা গিয়েছে। আগের একটি রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, এই পোকো ফোনটি সম্ভবত Redmi 13C মডেলের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে আত্মপ্রকাশ করবে। এটি সত্য কিনা, তা জানার জন্য আগামী সপ্তাহের লঞ্চ ইভেন্ট অবধি অপেক্ষা করতেই হবে।