গান-ছবি-ভিডিয়ো রাখার জন্য অঢেল জায়গা, Poco F5 5G এর স্টোরেজ অপশন লিক হল

পোকো তাদের F-সিরিজের অধীনে Poco F5 5G শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটি গত বছর জুন মাসে শাওমির সাব-ব্র্যান্ড দ্বারা লঞ্চ করা Poco F4-এর উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করবে। তার আগেই এখন Poco F5 5G-কে মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করা গেছে যা থেকে অনুমান করা হচ্ছে যে, এই পোকো ফোনটি খুব শীঘ্রই আমেরিকার বাজারে পা রাখবে। এই তালিকাটি হ্যান্ডসেটের কিছু মূল বিবরণও প্রকাশ করেছে। ফোনটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে বাজারে আসবে করবে বলে দাবি করা হয়েছে। আসুন তাহলে Poco F5 5G সম্পর্কে কি কি নতুন তথ্য প্রকাশ্যে এল, সবিস্তারে জেনে নেওয়া যাক।

Poco F5 5G পেল US FCC-এর অনুমোদন

গিজমোচায়না-এর একটি রিপোর্ট অনুযায়ী, Poco F5-এর গ্লোবাল সংস্করণটি সম্প্রতি ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) কর্তৃপক্ষের ওয়েবসাইটে 23049PCD8G মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি ফোনের কিছু মূল বিবরণ প্রকাশ করার পাশাপাশি এর শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিয়েছে।

এফসিসি লিস্টিংয়ের মধ্যে হ্যান্ডসেটটির স্টোরেজ অপশন, সফ্টওয়্যার সংস্করণ এবং সংযোগ বিকল্পগুলি অন্তর্ভুক্ত রয়েছে। পোকো এফ৫-এ সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ যুক্ত থাকতে পারে। এটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ-এর মতো কনফিগারেশনে বাজারে আসতে পারে।

এর পাশাপাশি এফসিসি তালিকাটি প্রকাশ করে যে, পোকো এফ৫ অ্যান্ড্রয়েড ১৩ ওএস-এর ওপর ভিত্তি করে এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে চলবে। এই পোকো ফোনে ৫জি (n1 / n5 / n7 / n38 / n41 / n77/ n78)-এর সাথে ডুয়েল সিম নেটওর্য়াক সাপোর্ট করবে। এছাড়াও, পোকো এফ৫-এর কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে এনএফসি, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ এবং একটি আইআর ব্লাস্টার।

জানিয়ে রাখি, “POCO F5” নাম সহ একটি পোকো হ্যান্ডসেট এর আগে 23049PCD8G মডেল নম্বর সহ আইএমইআই (IMEI) ডেটাবেসে উপস্থিত হয়েছিল। আবার, 23049PCD8I মডেল নম্বর সহ এর ভারতীয় সংস্করণটিকে ফেব্রুয়ারি মাসে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এ দেখা গেছে। এই বছরের শুরুর দিকে, জানা গেছে যে Poco F5 5G-এর উৎপাদন ইতিমধ্যেই কিছু বাজারে শুরু হয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, F5-সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটির সিরিয়াল প্রোডাকশন ইতিমধ্যেই ইউরোপীয় এবং ইউরেশিয়ান দেশগুলিতে শুরু হয়েছে, যা নির্দেশ করে যে Poco F5 5G আগামী মাসেই বিভিন্ন বাজারে লঞ্চ হতে পারে।