WhatsApp ব্যবহারকারীদের জন্য বড় খবর, আসছে গ্লোবাল সিকিউরিটি সেন্টার, কি সুবিধা পাবেন

WhatsApp গ্লোবাল সিকিউরিটি সেন্টার ইংরেজি ছাড়া আরও দশটি ভাষায় উপলব্ধ থাকবে। যারমধ্যে রয়েছে - বাংলা, হিন্দি, পাঞ্জাবি, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, মারাঠি, উর্দু এবং গুজরাটি

বর্তমান সময়ে লক্ষ লক্ষ ভারতীয় WhatsApp ব্যবহারকারী স্প্যাম কল এবং মেসেজ পেতে শুরু করেছেন। স্প্যামাররা মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটিকে হাতিয়ার করে মানুষকে ঠকানোর নিত্যনতুন ফন্দি আঁটছে। তবে হাত গুটিয়ে বসে নেই WhatsApp-ও। নিরাপত্তা বাড়াতে প্ল্যাটফর্মটি একটি নতুন গ্লোবাল সিকিউরিটি সেন্টার শুরু করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীদের জানানো হবে, কিভাবে তারা আন্তর্জাতিক স্প্যাম কল এবং মেসেজগুলি এড়িয়ে যেতে পারবেন।

এই মেসেজিং সংস্থাটির তরফ থেকে বলা হয়েছে যে, তারা একটি বিশেষ অনলাইন রিসোর্সেস তৈরি করেছে। যার দ্বারা ব্যবহারকারীরা উপলব্ধি করতে পারবে যে, এই অ্যাপটিতে পাওয়া বিভিন্ন বৈশিষ্ট্যগুলির মাধ্যমে তারা কিভাবে আরো ভালোভাবে নিজেদের গোপনীয়তা রক্ষা করতে পারবে। তাছাড়া, গ্লোবাল সিকিউরিটি সেন্টার ব্যবহারকারীদের মধ্যে আরও বেশি সচেতনতা গড়ে তুলবে। তারা শেখাবে কিভাবে হোয়াটসঅ্যাপ নিরাপদে ব্যবহার করা যাবে এবং কিভাবে এই অ্যাপের নিরাপত্তা পরিচালনা করা যাবে।

দশটি ভাষায় উপলব্ধ হবে WhatsApp নিরাপত্তা কেন্দ্র

সংস্থাটি জানিয়েছে যে, গ্লোবাল সিকিউরিটি সেন্টার ইংরেজি ছাড়া আরও দশটি ভাষায় উপলব্ধ থাকবে। যারমধ্যে রয়েছে – বাংলা, হিন্দি, পাঞ্জাবি, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, মারাঠি, উর্দু এবং গুজরাটি। সরকারের নির্দেশে ব্যবহারকারীদের নিরাপদ অভিজ্ঞতা প্রদানের জন্য, কোম্পানিটি আন্তর্জাতিক স্প্যামকলগুলি রোধ করতে গত মাসে বেশ কয়েকটি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিল। যেগুলি এই সমস্যা মোকাবিলায় বেশ ফলপ্রসু বলে মনে করছে সংস্থা।

ভারতে WhatsApp ব্যবহারকারীর সংখ্যা

বর্তমানে ভারতবর্ষে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫০০ মিলিয়নেরও (৫০ কোটি) বেশি এবং এই মুহূর্তে এটি দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত চ্যাটিং অ্যাপ। এই মেসেজিং অ্যাপের তরফ থেকে ভারতবর্ষে একবার ‘স্টে সেফ উইথ হোয়াটসঅ্যাপ’ প্রচার অভিযানের আয়োজন করা হয়েছিল, যেখানে ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা উন্নত করতে সাহায্য করে এমন বৈশিষ্ট্য সম্পর্কে জানানো হয়েছিল। এছাড়াও, এই মেসেজিং প্ল্যাটফর্মটি তার ব্যবহারকারীদের সুরক্ষার্থে এআই এবং মেশিন লার্নিং সিস্টেমকে আগের চেয়ে আরো উন্নত করে তুলেছে।