মিলছে একের পর এক ছাড়পত্র, আগামী বছরের শুরুতেই মেগা এন্ট্রি Poco F5 5G এর

চলতি বছরের শুরুতে শাওমি (Xiaomi)-অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ড পোকো তাদের প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে Poco F4 5G হ্যান্ডসেটটি বাজারে লঞ্চ করেছে। এই ডিভাইসটি শুধু ব্র্যান্ডের জন্য ব্যাপক সাফল্যই এনে দেয়নি, তার সাথে পোকোর অতীতের সব সেল রেকর্ডও ভেঙে দিয়েছে। বর্তমানে শোনা যাচ্ছে, কোম্পানিটি F4 5G-এর উত্তরসূরি হিসেবে Poco F5 5G মডেলটি বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। ডিভাইসটি সম্প্রতি আইএমইআই (IMEI) ডেটাবেসে উপস্থিত হয়েছিল। আর এখন, আসন্ন Poco F5 5G হ্যান্ডসেটটিকে ইইসি (EEC) সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে, যা ফোনটির দ্রুত লঞ্চের দিকে ইঙ্গিত দিচ্ছে। চলুন এসম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Poco F5 5G-কে দেখা গেল EEC-এর ডেটাবেসে

টিপস্টার মুকুল শর্মা 2313PC75G মডেল নম্বর সহ একটি নতুন পোকো স্মার্টফোনকে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC)-এর সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করেছেন৷ উল্লেখিত মডেল নম্বরটি আসন্ন পোকো এফ৫ ৫জি-এর গ্লোবাল সংস্করণের সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে। সাইটের তালিকাটি আসন্ন হ্যান্ডসেটটির সম্পর্কে কোনও তথ্যই প্রকাশ করেনি, তবে এই সার্টিফিকেশনটি ইঙ্গিত করছে যে, ডিভাইসটি শীঘ্রই মার্কেটে লঞ্চ হতে পারে।

প্রসঙ্গত, একটি সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে নতুন পোকো এফ৫ ৫জি প্রথমে চীনে রেডমি কে৬০ নামে আত্মপ্রকাশ করবে এবং তারপর এটি বিশ্ববাজারে পা রাখবে। এই ডিভাইসটিতে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে, যা ১,৪৪০ x ৩,২০০ পিক্সেলের ২কে (2K) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস প্রদান করবে। পারফরম্যান্সের ক্ষেত্রে, ডিভাইসটি সম্ভবত কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে।

এছাড়া, হ্যান্ডসেটটি আগামী বছর, অর্থাৎ ২০২৩-এর প্রথম ত্রৈমাসিকের মধ্যেই ভারতের পাশাপাশি অন্যান্য বাজারেও লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে৷ যদিও, পোকো এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা করেনি৷

জানিয়ে রাখি, গত জুনে F5-এর পূর্বসূরি Poco F4 5G-এর ওপর থেকে পর্দা সরানো হয়। এটি ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে এসেছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ যুক্ত রয়েছে। ফটোগ্রাফির জন্য, Poco F4 5G-এর ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য ফোনের সামনে একটি ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Poco F4 5G-তে ৬৭ ওয়াট চার্জিং সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Ananya Sarkar

Recent Posts

TVS নতুন Jupiter লঞ্চ করতেই পাল্টা দিল হোন্ডা, 3000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Activa

TVS Jupiter 110 নতুন অবতারে লঞ্চ হয়ে বাজারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। আকর্ষণীয় লুকস, দুর্দান্ত…

21 mins ago

Durand Cup Mohun Bagan: পিছিয়ে থেকেও ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ফের ম্যাচের হিরো বিশাল কাইথ

বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। সেমিফাইনালে ট্রাইবেকারে ৪-৩ ব্যবধানে…

31 mins ago

Rishabh Pant: অর্থাভাবে ভুগছিল ইঞ্জিনিয়ারিং ছাত্র, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ঋষভ পান্থ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় তারকা ব্যাটসম্যান ঋষভ পান্থ আসন্ন টেস্ট সিরিজগুলোতে ব্লু ব্রিগেডদের হয়ে পুরনো…

36 mins ago

Woman’s T20 World Cup 2024: অস্ট্রেলিয়া, ভারতের পর এবার বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ইংল্যান্ডের

২০০৯ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম মরসুম অনুষ্ঠিত হয়েছিল। প্রথম মরসুমেই ইংল্যান্ডের মহিলা দল চ্যাম্পিয়ন…

42 mins ago

Xiaomi ভারতে লঞ্চ করল নতুন 4K Smart TV, ডলবি অডিও সহ পাবেন প্রিমিয়াম ডিজাইন

Xiaomi আজ ভারতে Xiaomi Smart TV X সিরিজের অধীনে 43 ইঞ্চি, 50 ইঞ্চি এবং 55…

54 mins ago

BSNL-এ মোবাইল নম্বর পোর্ট করার আগে চেক করুন আপনার এলাকায় নেটওয়ার্ক আছে কিনা

জুলাইয়ের শুরুতে ভারতের বেসরকারি টেলিকম সংস্থা Jio, Airtel এবং Vodafone Idea (Vi) তাদের রিচার্জ প্ল্যানগুলির…

1 hour ago