Royal Enfield Bullet: নতুন বুলেটে কেমন ইঞ্জিন ও ফিচার্স থাকছে? লঞ্চের আগেই ফাঁস সব তথ্য

নতুন প্রজন্মের Royal Enfield Bulet 350 আগামী ৩০ আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই টিজার প্রকাশ করে এই বিষয়ে ঘোষণা করেছে সংস্থা। তবে দাম ১ সেপ্টেম্বর ঘোষণা হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। অফিশিয়াল লঞ্চের আগেই এবার আইকনিক মোটরসাইকেলটির ফাঁস হওয়া ব্রোশার থেকে সমস্ত স্পেসিফিকেশন এবং ফিচার্স সম্পর্কে জানা গিয়েছে। যা বুলেটপ্রেমীদের উন্মাদনা নতুন করে জাগিয়ে তুলেছে।

2023 Royal Enfield Bulet 350-এর ব্রোশার ফাঁস হল

সম্পূর্ণ নতুন এন্ট্রি লেভেল রোডস্টার বাইকটি সংস্থার J-সিরিজ আর্কিটেকচারের চতর্থ মডেল হিসেবে আসবে। এর আগে এই নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে Classic 350, Meteor 350 ও Hunter 350 এসেছে। ফাঁস হওয়া ব্রোশার থেকে জানা গেছে, এতে ৩৪৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন থাকছে। যা থেকে ৬,১০০ আরপিএম গতিতে ২০.২ হর্সপাওয়ার এবং ৪,৪০০ আরপিএম গতিতে ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে।

2023-royal-enfield-bullet-350-brochure-leaks

ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকছে ৫ গতির ট্রান্সমিশন। এবারের লং স্ট্রোক ইঞ্জিন থেকে অন্যরকম আওয়াজ নির্গত হবে। ক্লাসিক-এর চাইতে নতুন বুলেটের এগজস্ট সামান্য ভিন্ন হতে পারে। এতে থাকছে প্রথাগত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন-সাইডেড গ্যাস চার্জড রিয়ার শক অ্যাবসর্বার। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে সিঙ্গেল চ্যানেল এবিএস সমেত সামনে এবং পেছনে ৩০০ মিমি ডিস্ক ব্রেক থাকছে। আবার ডুয়েল চ্যানেল এবিএস বিকল্পেও বেছে নেওয়া যাবে বাইকটি। সামনে ও পেছনে রয়েছে যথাক্রমে ১০০/৯০-১৯ ও ১২০/৮০-১৮ সেকশন টায়ার।

Royal Enfield Bulet 350-এর নতুন মডেলে ইন্টিগ্রেটেড রিফ্লেক্টর সমেত নতুন হ্যালোজেন টেললাইট, পাইলট ল্যাম্প সহ নতুন ডিজাইনের হেডল্যাম্প, বিভিন্ন অংশে ক্রোমের উপস্থিতি, হাতে আঁকা সিগনেচার পিন স্ট্রিপ, আইকনিক উইঞ্জ ব্যাজ থাকছে। বাইকটি ৮০৫ মিমি সিঙ্গেল পিস টিউবুলার গ্র্যাবরেল ও লং সিট সহ আসছে। এছাড়া থাকছে এলসিডি ইনফো প্যানেল সমেত সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং ইউএসবি চার্জিং পোর্ট।

নতুন হ্যান্ডেলবারে দেখা মিলেছে নতুন সুইচ কিউব, ইনফো সুইচ এবং ওভার মাস্টার সিলিন্ডারের। নতুন টুইন ক্র্যাডেল ফ্রেমের উপর ভিত্তি করে তিনটি ভ্যারিয়েন্টে হাজির হবে বুলেট ৩৫০ – মিলিটারি (রেড ও ব্ল্যাক), স্ট্যান্ডার্ড (ব্ল্যাক ও মেরুন) এবং ব্ল্যাক গোল্ড। মিলিটারি ট্রিমে থাকছে ব্ল্যাক ফিনিশ কম্পোনেন্ট, ক্রোম দ্বারা আবৃত ইঞ্জিন, সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম, নতুন গ্রাফিক্স এবং ফুয়েল ট্যাঙ্কে সলিড কালার।

অন্যদিকে মিড লেভেল স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে পিনস্ট্রিপে গোল্ড শেড, ক্রোম ও সোনালী ত্রিমাত্রিক ব্যাজ, ক্রোম আউট ইঞ্জিন এবং রিয়ার ভিউ মিরর, বডি কালার বিক এবং ডুয়েল চ্যানেল এবিএসের দেখা মিলবে। সবশেষে টপ-এন্ড মডেলের ট্যাঙ্কে ম্যাট ব্ল্যাক ও গ্লসি ফিনিশ, কোপা পিনস্ট্রিপ, ব্ল্যাক ইঞ্জিন ফিনিশ, ডুয়েল এবিএস, কোপা ও গোল্ড 3D ব্যাজ, ইত্যাদি থাকছে।