Categories: Mobiles

পোকোর জামানা ফিরছে, Poco F5 পাওয়ারফুল প্রসেসরের সাথে 9 মে ভারতে লঞ্চ হচ্ছে

জনপ্রিয় ব্র্যান্ড Poco বর্তমানে ভারতীয় বাজারের জন্য একটি নতুন F-সিরিজ স্মার্টফোন নিয়ে আসার প্রস্তুতি চালাচ্ছে। আপকামিং এই হ্যান্ডসেটটি Poco F5 নামে বাজারে আসবে বলে জানা গেছে। গতকাল সংস্থাটি স্বয়ং প্রকাশ করেছে যে তাদের এই লেটেস্ট স্মার্টফোনে ব্যবহার করা হবে Qualcomm Snapdragon 7+ Gen 2 প্রসেসরের। আর আজ (২৬শে এপ্রিল) মাইক্রোব্লগিং সাইট টুইটারে Poco ঘোষণা করেছে যে, আগামী ৯ই মে এই ফোনটি ভারতে লঞ্চ হবে। জানিয়ে রাখি, এই একই দিনে বিশ্ববাজারেও আত্মপ্রকাশ করতে চলেছে Poco F5। গ্লোবাল মার্কেটে এই মডেলের পাশাপাশি উচ্চতর Poco F5 Pro ফোনটিও লঞ্চের মুখ দেখতে চলেছে।

সংস্থার বিবৃতি অনুসারে, লঞ্চ-পরবর্তী সময়ে পোকো এফ৫ স্মার্টফোনকে ভারতে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের (Flipkart) মাধ্যমে বিক্রি করা হবে। ইতিমধ্যেই এই অনলাইন শপিং সাইটটি আসন্ন পোকো হ্যান্ডসেটের জন্য একটি মাইক্রোসাইট (শুধুমাত্র মোবাইলে দেখা যাবে) লাইভ করেছে। যেখানে পোকো এফ৫ -কে হোয়াইট কালারের ভ্যারিয়েন্টে দেখা গেছে। উল্লেখ্য, ডিজাইন ও কী স্পেসিফিকেশন থেকে ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গেছে গেছে যে, পোকোর এই আসন্ন ফোন Redmi Note 12 Turbo এর রিব্র্যান্ডেড ভার্সন হবে।

টিপস্টার যোগেশ ব্রারের দাবি অনুসারে, ভারতের বাজারে পোকো এফ৫ স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্টের দাম ২৮,০০০ টাকা থেকে ২৯,০০০ টাকার মধ্যে রাখা হবে। যদিও এই দামের মধ্যে লঞ্চ অফার অন্তর্ভুক্ত আছে, নাকি পোকো আলাদা ভাবে বিক্রয় মূল্যের উপর লঞ্চ অফার ঘোষণা করবে তা এখনো স্পষ্ট নয়।

আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, পোকো ইন্ডিয়ার প্রধান হিমাংশু ট্যান্ডন (Himanshu Tandon) কিছু সময় পূর্বে টুইটারে একটি সার্ভে পরিচালনা করেছিলেন। টুইটারবাসীর প্রতিক্রিয়ার ভিত্তিতে তিনি ঘোষণা করেন যে, Poco F5 দুটি স্টোরেজ কনফিগারেশনের সাথে লঞ্চ হবে – ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ।

এদিকে গতকাল Poco F5 স্মার্টফোনের ভারতীয় ভ্যারিয়েন্টকে গিকবেঞ্চে (Geekbench) -এর ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে। উক্ত বেঞ্চমার্কিং সাইটটির লিস্টিং নিশ্চিত করেছে যে, ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭+ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে।

এছাড়া অনুমান করা হচ্ছে যে, Poco F5 ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে অফার করবে। এতে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল সেন্সর সমেত ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

Subhadip Dasgupta

Share
Published by
Subhadip Dasgupta

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

21 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

27 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

36 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

47 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago