Categories: Mobiles

ক্যামেরা ও প্রসেসরে বাজিমাত করবে, লঞ্চের আগেই Poco F6 নিয়ে বড় খবর প্রকাশ্যে এল

শাওমি সম্প্রতি চীনের বাজারে Snapdragon 8s Gen 3 চিপ চালিত বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে Xiaomi Civi 4 Pro লঞ্চ করেছে। সম্প্রতি পোকো (Poco)-এর গ্লোবাল শাখার এক্সিকিউটিভ ডেভিড লিউ তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে ঘোষণা করেছেন যে, তাদের আসন্ন ফোন (সম্ভবত Poco F6) বিশ্ব বাজারে Snapdragon 8s Gen 3 প্রসেসর যুক্ত প্রথম ফোন হতে চলেছে। অফিশিয়াল লঞ্চের আগে এখন একটি রিপোর্টে Poco F6 সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। যার মধ্যে রয়েছে ক্যামেরার মতো গুরুত্বপূর্ণ ডিটেইলস।

Poco F6-এর স্পেসিফিকেশন সামনে এল

আগের একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছিল, আসন্ন পোকো এফ6-এর কোডনেম “পিরিয়ড” (Period)৷ সেখান থেকে আরও জানা গেছে যে “N61” হল ডিভাইসটির অভ্যন্তরীণ মডেল নম্বর। আর এখন অ্যান্ড্রয়েডহেডলাইনস সূত্র হিসাবে এমআই কোড উদ্ধৃত করে দাবি করেছে, পোকো এফ6-এ 50 মেগাপিক্সেলের সনি আইএমএক্স882 প্রাইমারি ক্যামেরা থাকবে। জানিয়ে রাখি, একই ক্যামেরা ইতিমধ্যেই রিয়েলমি 12 প্রো 5জি এবং আইকো জেড9 5জি-এর মতো ফোনে ব্যবহার করা হয়েছে।

একইসাথে রিপোর্টে বলা হয়েছে, প্রধান ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের সনি আইএমএক্স355 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং সম্ভবত ম্যাক্রো শটের জন্য ওমনিভিশন ওভি20বি40 সেন্সর যুক্ত থাকবে। তবে এও শোনা যাচ্ছে যে, ফাইনাল প্রোডাক্ট থেকে ম্যাক্রো লেন্স বাদ দিয়ে চূড়ান্তভাবে ডুয়েল-ক্যামেরা সিস্টেম সহ আসতে পারে। অতএব, পোকো এফ6-এর ক্যামেরা সেটআপ নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। তবে আশা করা যায়, অদূর ভবিষ্যতে এবিষয়ে স্পষ্ট তথ্য সামনে আসবে।

এছাড়াও শোনা যাচ্ছে যে, Poco F6-এ SM8635 প্রসেসর রয়েছে, যা আসলে Snapdragon 8s Gen 3-এর মডেল নম্বর। জানিয়ে রাখি, একই ডিভাইস Redmi Note 13 Turbo ব্র্যান্ডিং সহ চীনা বাজারে লঞ্চ হবে। Poco F6 টিসিএলডি (TCLD) এবং টিয়ানমা (Tianma)-এর মতো চীনা ডিসপ্লে প্রস্তুতকারক দ্বারা নির্মিত ওলেড (OLED) প্যানেল ব্যবহার করবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটি আগামী এপ্রিল বা মে মাস নাগাদ লঞ্চ হতে পারে।

Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

15 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

59 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago