Poco M3 Pro 5G ভারতের সবচেয়ে সস্তা ফাইভজি ফোন হিসাবে লঞ্চ হল, রয়েছে দুর্দান্ত ফিচার

Poco M3 Pro 5G প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হল। ভারতের সবচেয়ে সস্তা 5G ফোন হিসাবে এটি আজ এদেশে পা রেখেছে। জানিয়ে রাখি ফোনটি চলতি বছরে ভারতে…

Poco M3 Pro 5G প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হল। ভারতের সবচেয়ে সস্তা 5G ফোন হিসাবে এটি আজ এদেশে পা রেখেছে। জানিয়ে রাখি ফোনটি চলতি বছরে ভারতে আসা Poco M3 এর উত্তরসূরী হিসেবে এসেছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসর। এছাড়াও পোকো এম৩ প্রো ৫জি ফোনে পাওয়া যাবে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আসুন Poco M3 Pro 5G এর দাম, লভ্যতা ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Poco M3 Pro 5G এর দাম ও লভ্যতা

পোকো এম৩ প্রো ৫জি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে এসেছে। এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা। আবার এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১৫,৯৯৯ টাকায়। ফোনটি তিনটি কালার অপশনে উপলব্ধ- পাওয়ার ব্ল্যাক, কুল ব্লু, ও পোকো ইয়েলো।

আগামী ১৪ জুন দুপুর ১২ টায় Poco M3 Pro 5G ফোনটি Flipkart থাকবে পাওয়া যাবে। সেল উপলক্ষ্যে ওইদিন দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের ওপর ৫০০ টাকা ছাড় মিলবে।

Poco M3 Pro 5G এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের পোকো এম৩ প্রো ৫জি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ কাস্টম ওএস-এ চলবে। এই ফোনে আছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লে ৯০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, ৯১ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও ও ৫০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে মালি জি৫৭ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ (UFS 2.2) সহ পাওয়া যাবে।

ক্যামেরার জন্য Poco M3 Pro 5G ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচারযুক্ত ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনের পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করা হয়েছে।

কানেক্টিভিটির জন্য এতে 5G, এনএফসি, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি ৫.১ জিপিএস, ৩.৫ মিমি অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট উপলব্ধ। ফোনটির ওজন ১৯০ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন