দাম কমলো Poco -র 5G ফোনের, এত কমে এই প্রথম, 28 ফেব্রুয়ারি পর্যন্ত Flipkart দিচ্ছে অফার

Poco M4 5G ফোনটি এমআরপি-র থেকে অনেক কম দামে বিক্রি হচ্ছে। এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১৫,৯৯৯ টাকা

কম দামে 5G ফোন কিনতে চাইলে Flipkart Electronics Sale আপনার জন্য চলে এসেছে। গতকাল অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি থেকে এই সেল শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্লিপকার্ট সেলটি চলবে। এই সময়ের মধ্যে Poco M4 5G ফোনটি এমআরপি-র থেকে অনেক কম দামে বিক্রি হচ্ছে। এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১৫,৯৯৯ টাকা। তবে সেলে ২৫ শতাংশ ডিসকাউন্টে এটি ১১,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার এই ফোনের সাথে ১১,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে। এছাড়া SBI ব্যাংকের কার্ডধারীরা পাবেন অতিরিক্ত ১,৫০০ টাকা ছাড়।

Poco M4 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

পোকো এম৪ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে, যা ২০:৯ এসপেক্ট রেশিও, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পোকো এম৪ ৫জি ফোনের পিছনে পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে আর্ম মালি জি৫৭ এমসি২ জিপিইউ সহ অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। Poco M4 5G ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে রান করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে (বক্সে ২২.৫ ওয়াট চার্জার আছে)। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। Poco M4 5G ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে, 5G, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।