Poco M6 4G Global Launch Date June 11

সস্তায় পাবেন 108 মেগাপিক্সেল ক্যামেরা, এই তারিখে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে Poco M6 4G

পোকো বেশ কিছুদিন ধরেই বিশ্ববাজারে তাদের M সিরিজে অন্তর্ভুক্ত Poco M6 4G স্মার্টফোনের লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছিল। আর এখন কোম্পানির তরফে অবশেষে ফোনটির আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এই আসন্ন বাজেট রেঞ্জের Poco M6 4G ফোনটি আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে, তবে লঞ্চের আগেই ব্র্যান্ডটি ফোনের বিশেষ‘আর্লি বার্ড’ প্রাইস টিজ করেছে। আসুন আপকামিং পোকো ফোনটির লঞ্চের পর কত দামে পাওয়া যাবে জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এবং Poco M6 4G ফোনের লঞ্চের তারিখ এবং সম্ভাব্য স্পেসিফিকেশন

পোকো তাদের অফিসিয়াল এক্স (আগে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে নিশ্চিত করেছে যে, পোকো এম৬ ৪জি ফোনটি আগামী ১১ জুন বিশ্ববাজারে লঞ্চ হবে৷ ডিভাইসটি ডিজাইনের দিক থেকে অনেকটা রেডমি ১৩ ৪জি ফোনটির মতো বলে মনে করা হচ্ছে, যা একই রেডমি ফোনের রিব্র্যান্ডেড মডেল হওয়ার জল্পনাটিকে আরও দৃঢ় করেছে। অনলাইন পোস্টের মাধ্যমে চীনা ব্র্যান্ডটি নিশ্চিত করেছে এটি তিনটি কালার অপশনে আসবে- হোয়াইট, ব্ল্যাক এবং পার্পল।

এছাড়াও, টিজারে প্রকাশিত ডিজাইনটি নিশ্চিত করেছে যে পোকো এম৬ ৪জি ফোনের পিছনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, যা একটি বাজেট ফোনে বেশ উল্লেখযোগ্য। কোম্পানির এক্স পোস্টটি প্রকাশ করেছে যে পোকো এম সিরিজের আসন্ন ফোনটিকে দুটি স্টোরেজ অপশনে পাওয়া যাবে, এগুলি হল ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। ৬ জিবি বিকল্পের আর্লি বার্ড প্রাইস হল ১২৯ মার্কিন ডলার (প্রায় ১০,৭৭৫ টাকা), আর ৮ জিবি বিকল্পের মূল্য ১৪৯ মার্কিন ডলার (প্রায় ১২,৪৪৫ টাকা)।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, Poco M6 4G ফোনে Redmi 13 4G হ্যান্ডসেটের মতোই হার্ডওয়্যার থাকবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি, রেডমির ফোনটিতে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ বড় ৬.৭৯ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে। এতে MediaTek Helio G99 Ultra প্রসেসরটি ব্যবহৃত হয়েছে। ফটোগ্রাফির জন্য, Poco M6 4G ফোনের পিছনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সহায়ক ক্যামেরা সহ ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। আর ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Poco M6 4G ফোনে বড় ৫,০৩০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩৩ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ ফোনটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে আইপি৫৩ (IP53) জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ব্লুটুথ ৫.৩, ডুয়েল সিম, ওয়াইফাই ৫, এফএম রেডিও এবং জিপিএস। তবে এই মুহূর্তে এগুলি কেবলই জল্পনা, নিশ্চিতভাবে জানতে কোম্পানির ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।