Poco M6 5G মিলবে হাজার টাকা সস্তায়, লঞ্চ হল নতুন 4 জিবি + 64 জিবি স্টোরেজ

পোকো এম৬ ৫জি স্মার্টফোনটি গত বছর ভারতে আত্মপ্রকাশ করেছে। এটি তিনটি র‍্যাম এবং স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল – ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি…

Poco M6 5G New 4Gb Ram 64Gb Storage Launched In India At Rs 8249 Sale Starts From July 20

পোকো এম৬ ৫জি স্মার্টফোনটি গত বছর ভারতে আত্মপ্রকাশ করেছে। এটি তিনটি র‍্যাম এবং স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল – ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। ব্র্যান্ডটি রেগুলার ভ্যারিয়েন্টের চেয়ে সস্তায় ডিভাইসটির একটি এয়ারটেল লকড সংস্করণও কিছুদিন আগে বাজারে এনেছে। আর এখন পোকো এম৬ ৫জি ফোনের একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। ৬৪ জিবি স্টোরেজের সাথে আসা লেটেস্ট সংস্করণটি এখন পোকো ফোনটির বেস মডেলে পরিণত হয়েছে। এর আগে পোকো এম৬ ৫জি ফোনের সর্বনিম্ন দাম ছিল ৯,২৪৯ টাকা, তবে এখন এটি আরও ১,০০০ টাকা কমে পাওয়া যাবে।

পোকো এম৬ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হল

ফ্লিপকার্ট ব্যানার অনুসারে, পোকো এম৬ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্টটি একই ৪ জিবি র‍্যাম অফার করে কিন্তু এটি ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে এসেছে, যা আগের ১২৮ জিবির থেকে ডাউনগ্রেড। ডিভাইসটির দাম রাখা হয়েছে মাত্র ৮,২৪৯ টাকা। লেটেস্ট মডেলটি তালিকায় চতুর্থ হবে। ব্যানারটি এও প্রকাশ করে যে, পোকো এম৬ ৫জি ফোনের ৪ জিবি + ৬৪ জিবি মডেলটি ২০ জুলাই, দুপুর ১২ টা থেকে কেনার জন্য উপলব্ধ হবে। এটি ওরিয়ন ব্লু, পোলারিস গ্রিন এবং গ্যালাকটিক ব্ল্যাক কালারে বেছে নেওয়া যাবে।

র‍্যাম এবং স্টোরেজ বাদে, পোকো এম৬ ৫জি ফোনের বাকি মূল স্পেসিফিকেশন একই রয়েছে। এটিতে এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪ ইঞ্চির ডিসপ্লে রয়েছে৷ ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর দ্বারা চালিত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, পোকো এম৬ ৫জি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে এসেছে।

আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ডটি ব্ল্যাক কালারের হওয়ায় পোকো এম৬ ৫জি মডেলে ডুয়েল-টোনড লুক রয়েছে। এটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত রয়েছে, যা একটি এআই লেন্সের সাথে যুক্ত। ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যায়। পাওয়ার বাটনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। পোকো এম৬ ৫জি দুটি ওএস আপডেট এবং তিনটি সিকিউরিটি প্যাচ পাবে বলে জানানো হয়েছে৷