Categories: Mobiles

Poco M6 Plus 5G সস্তায় শীঘ্রই লঞ্চ হবে ভারতে, 108MP ক্যামেরা সহ থাকবে প্রচুর দুর্দান্ত ফিচার্স

শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় সাব-ব্র্যান্ড পোকো ভারতে Poco M6 Plus 5G স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ এটি নতুন Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর দ্বারা চালিত একটি বাজেট-ফ্রেন্ডলি হ্যান্ডসেট হবে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন রিপোর্টে এও দাবি করা হয়েছে যে এই পোকো হ্যান্ডসেটটি সম্প্রতি চীনে লঞ্চ হওয়া Redmi Note 13R ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং Poco M6 Plus 5G কি কি অফার করতে চলেছে।

Poco M6 Plus 5G: স্পেসিফিকেশন

১. ডিসপ্লে

পোকো এম৬ প্লাস ৫জি ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৯ ইঞ্চির ফুলএইচডি+ (১,০৮০ x ২,৪৬০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। উচ্চ রিফ্রেশ রেট মসৃণ ইউজার এক্সপেরিয়েন্সের প্রতিশ্রুতি দেয়। ডিসপ্লেতে সম্ভবত ফ্রন্ট ক্যামেরার জন্য একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল ডিজাইন দেখা যাবে।

২. পারফরম্যান্স

পোকো এম৬ প্লাস ৫জি হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসরটি থাকবে বলে জানা গেছে। এই চিপসেটটি ভারসাম্যপূর্ণ কর্মক্ষমতা প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে, দৈনন্দিন কাজ এবং হালকা গেমিংয়ের জন্য উপযুক্ত। এটি সম্ভবত ৬ জিবি/ ৮ জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করবে, এটি ফাইলগুলির জন্য মসৃণ মাল্টিটাস্কিং এবং পর্যাপ্ত স্টোরেজ স্পেস নিশ্চিত করবে।

৩. ক্যামেরা কনফিগারেশন

Poco M6 Plus 5G ফোনটি ক্যামরার ক্ষেত্রে উন্নতি করবে বলে শোনা যাচ্ছে। এতে Redmi Note 13R মডেলের তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড থাকবে বলে শোনা যাচ্ছে। Redmi Note 13R ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা Poco M6 Plus 5G হ্যান্ডসেটে ১০৮ মেগাপিক্সেলের সেন্সরে পরিণত হবে। এই সেন্সরটির সাথে একটি ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রা-ওয়াইড লেন্স যুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ডিভাইসটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের লেন্স দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

যদি এই ফাঁস হওয়া তথ্যগুলি সত্যি হয়, তাহলে Poco M6 Plus 5G বাজেট-সচেতন ক্রেতাদের জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে, বিশেষত যারা ক্যামেরার গুণমানকে অগ্রাধিকার দেন। এর ১০৮ মেগাপিক্সেলের সেন্সর উচ্চ-রেজোলিউশনের ফটোগুলিকে আরও ডিটেলের সাথে প্রকাশ করবে, বিশেষত ভালো আলোকিত অবস্থায়৷

৪. সফ্টওয়্যার

Poco M6 Plus 5G অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে শাওমির কাস্টম স্কিন, হাইপারওএস (HyperOS)-এ চলবে বলে আশা করা হচ্ছে। এই ইউজার ইন্টারফেস একটি পার্সোনালাইজড ইউজার এক্সপেরিয়েন্সের জন্য বিভিন্ন ফিচার এবং কাস্টমাইজেশন অপশনগুলি অফার করে৷ Poco M6 Plus 5G যাতে সুরক্ষিত এবং আপ-টু-ডেট থাকে, তা নিশ্চিত করতে শাওমি নিয়মিত আপডেট রোলআউট করবে বলে আশা করা যায়।

৫. ব্যাটারি এবং চার্জিং

Poco M6 Plus 5G সম্ভবত Redmi Note 13R ফোনের মতোই ৫,০৩০ এমইএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে। এই বড় শেলটি বেশিরভাগ ইউজারের জন্য একবার চার্জে পুরো দিন ব্যবহার করার মতো ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম হবে। ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলেও জানা গেছে।

৬. ডিজাইন এবং বিল্ড

গুগল প্লে কনসোল ডেটাবেসে প্রকাশিত Poco M6 Plus 5G ফোনের রেন্ডার অনুযায়ী, ডিভাইসটিকে Redmi Note 13R-এর সাথে খুবই সাদৃশ্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, বিশেষ করে সামনে থেকে। যদিও ব্যাক প্যানেলের ডিজাইনের বিষয়ে কোনও অফিসিয়াল তথ্য সামনে আসেনি। তবে যদি ধরে নেওয়া হয় যে এটি রিব্র্যান্ডেড মডেল,তাইলে পোকো ফোনের সামনের দিকের ডিজাইনটি Redmi Note 13R ফোনের মতো হবে। Note 13R হ্যান্ডসেটে ওয়েভ-টেক্সচার্ড ফিনিশ সহ একটি গ্লাস ব্যাক এবং নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

৭. মূল্য এবং উপলব্ধতা

Poco M6 Plus 5G শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, যদিও সঠিক লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। তবে ফাঁস হওয়া তথ্য থেকে এটা নিশ্চিত যে এটি এমাসের কোনও এক সপ্তাহে বাজারে আসতে পারে। মূল্যের বিবরণও অজানা, তবে চীনে Redmi Note 13R মডেলের দাম বিবেচনা করলে (প্রায় ১৯৩ ডলার বা ১৬,১২০ টাকা থেকে শুরু করে) আশা করা যায় যে Poco M6 Plus 5G একটি বাজেট-ফ্রান্স স্মার্টফোন হবে।

Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

15 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

60 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago