Poco M6 Pro 4G লঞ্চ হতে আর বেশি দেরি নেই, থাকবে অত্যাধুনিক 64MP OIS ক্যামেরা

শাওমি (Xiaomi)-অধীনস্থ বাজেট স্মার্টফোন ব্র্যান্ড, পোকো বর্তমানে তাদের M-সিরিজে অন্তর্ভুক্ত নতুন Poco M6 Pro 4G মডেলটি লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। আর এখন…

শাওমি (Xiaomi)-অধীনস্থ বাজেট স্মার্টফোন ব্র্যান্ড, পোকো বর্তমানে তাদের M-সিরিজে অন্তর্ভুক্ত নতুন Poco M6 Pro 4G মডেলটি লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। আর এখন গ্লোবাল মার্কেটে শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিয়ে হ্যান্ডসেটটি থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সাইটে হাজির হয়েছে। এই সার্টিফিকেশন Poco M6 Pro 4G সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করেছে, আসুন দেখে নেওয়া যাক।

Poco M6 Pro 4G-কে দেখা গেল NBTC ডেটাবেসে

সম্প্রতি পোকো এম৬ প্রো ৪জি-কে আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন ডেটাবেসে রেডমি নোট ১৩ ৪জি এবং একটি নতুন শাওমি স্মার্টব্যান্ডের সাথে দেখা গেছে। আর এখন, 2312FPCA6G মডেল নম্বর সহ পোকো এম৬ প্রো ৪জি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশনের সাইটে তালিকাভুক্ত হয়েছে। তবে ডিজাইন অথবা স্পেসিফিকেশনের ধারণা পাওয়া যায়নি।

এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, তার ওপর ভিত্তি করে বলা যায়, পোকো এম৬ প্রো ৪জি এলটিই কানেক্টটিভিটি সাপোর্ট করবে। এটি রেডমি নোট ১৩ প্রো ৪জি-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসবে বলেও শোনা যাচ্ছে। আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশনেরও (FCC) ছাড়পত্র পেয়েছে। আগের একটি রিপোর্টে ক্যামেরা স্পেসিফিকেশনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে এতে। সঙ্গে একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত থাকার সম্ভাবনা।

এছাড়া নাম অনুযায়ী, Poco M6 Pro 4G ফোনটি গত আগস্ট মাসে লঞ্চ হওয়া Poco M6 Pro 5G মডেলের ডাউনগ্রেড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে। সম্ভবত স্পেসিফিকেশনও মিল থাকবে। প্রসঙ্গত, Poco M6 Pro 5G-এ লম্বা ৬.৭৯ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর দ্বারা চালিত। একটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ফোনটিকে শক্তি দেয়, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।