12 হাজার টাকার কমে 12 জিবি র‌্যামের Poco M6 Pro 5G ফোন, বাম্পার ডিসকাউন্ট সহ আজ প্রথম সেল

Poco কয়েকদিন আগে তাদের Poco M6 Pro 5G ফোনের ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ করেছিল। আজ প্রথমবার এই নতুন ভ্যারিয়েন্টটি…

Poco কয়েকদিন আগে তাদের Poco M6 Pro 5G ফোনের ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ করেছিল। আজ প্রথমবার এই নতুন ভ্যারিয়েন্টটি কেনা যাবে। দুপুর বারোটায় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকে এই ডিভাইসটির সেল শুরু হবে। আর লঞ্চ অফার হিসেবে Poco M6 Pro 5G এর নয়া ভ্যারিয়েন্টের সাথে বিশেষ ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। এই সস্তা 5G হ্যান্ডসেটে রয়েছে টার্বো র‌্যাম ও স্ন্যাপড্রাগন প্রসেসর।

Poco M6 Pro 5G প্রথম সেলে ডিসকাউন্টে কিনুন

পোকো এম৬ প্রো ৫জি স্মার্টফোনের নতুন ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১৫,৯৯৯ টাকা। তবে দুপুর ১২টা থেকে শুরু হওয়া সেলে এটি ১১,৯৯৯ টাকায় বিক্রি হবে। আবার এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক বা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের মতো নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্টে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ৫% ক্যাশব্যাক মিলবে। 

জানিয়ে রাখি Poco M6 Pro 5G এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের বেস ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১২,৯৯৯ টাকা। ডিভাইসটি দুটি কালার অপশনে এসেছে- ফরেস্ট গ্রিন ও পাওয়ার ব্ল্যাক। 

Poco M6 Pro 5G এর স্পেসিফিকেশন

পোকো এম৬ প্রো ৫জি ফোনে আছে কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা সহ ৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫৫০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসরসহ ১২ জিবি পর্যন্ত র‌্যাম (৬ জিবি ইনস্টল + ৬ জিবি ভার্চুয়াল টার্বো র‌্যাম ফিচার) পাওয়া যায়। ব্যবহারকারীরা ফোনটির স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়াতে পারবেন এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিনে চলবে।

ক্যামেরার কথা বলতে গেলে, Poco M6 Pro 5G ডিভাইসে ২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা এবং পিছনের প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স উপস্থিত। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই 5G স্মার্টফোনটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং আইপি৫৩ রেটিং সহ এসেছে। আর গ্লাস ব্যাক ডিজাইনের পাশাপাশি এতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।