Poco নয়া 5G ফোন আনছে, 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে

শাওমি (Xiaomi) অধীনস্থ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড পোকো ভারতে Poco C50 মডেলটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে৷ এই নতুন হ্যান্ডসেটটি ভারতে পোকোর একটি বাজেট স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করবে এবং Poco C31-এর উত্তরসূরি হবে। এছাড়াও, কোম্পানি আরেকটি নয়া স্মার্টফোন শীঘ্রই বাজারে আনবে বলে মনে করা হচ্ছে, যা Poco X5 5G নামে আত্মপ্রকাশ করবে। এটি কোম্পানির মিড-রেঞ্জের অফার হবে। ডিভাইসটি আগামী সপ্তাহে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। যদিও, পোকো এই বিষয়ে এখনও কোনও বিস্তারিত তথ্য নিশ্চিত করেনি। তবে, আসন্ন পোকো এক্স-সিরিজের স্মার্টফোনটির লঞ্চ আসন্ন বলেই মনে করা হচ্ছে, কেননা এখন এটিকে কয়েকটি সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। Poco X5-কে চীনের ৩সি (3C) ওয়েবসাইটে দেখা গেছে। আবার, এটি আসন্ন লঞ্চের ইঙ্গিত দিয়ে আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন ওয়েবসাইটেও উপস্থিত হয়েছে৷ আসুন Poco X5 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, সেগুলি জেনে নেওয়া যাক।

Poco X5 5G-কে দেখা গেল 3C এবং IMDA ডেটাবেসে

পোকো তাদের এক্স সিরিজের অধীনে পোকো এক্স৫ ৫জি হ্যান্ডসেটটি খুব শীঘ্রই লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগে 22101320C মডেল নম্বর সহ চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। সাইটের তালিকা অনুসারে, পোকো এক্স৫ ৫জি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। জানিয়ে রাখি, ভারতে এর পূর্বসূরি পোকো এক্স৪ ৫জি মডেলটি লঞ্চ হয়নি, তবে কোম্পানি একই ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এক্স৪ প্রো ৫জি মডেলটি লঞ্চ করেছিল।

এছাড়াও, পোকো এক্স-সিরিজের ডিভাইসটিকে আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন ওয়েবসাইটেও দেখা গেছে, যা এর কোনও বিবরণ নিশ্চিত করেনি। তবে, ইঙ্গিত দিয়েছে যে ফোনটি শীঘ্রই বাজারে লঞ্চ হতে পারে। এর আগে, ফোনটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করা গেছে। সাইটের লিস্টিংটি, এক্স৫ ৫জি-এর ডিজাইন স্কিমেটিক এবং ওয়াই-ফাই স্ট্যান্ডার্ড সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে। তালিকায় উল্লেখ করা হয়েছে যে, ডিভাইসটির ব্যাক প্যানেলে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এটি ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অফার করবে। এছাড়াও, এফসিসি তালিকাটি নিশ্চিত করেছে যে, ফোনটি এন৫, এন৭, এন৩৮, এন৪১, এন৭৭ এবং এন৭৮ সহ একাধিক ৫জি ব্যান্ড সাপোর্ট করবে৷ এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কোম্পানির লেটেস্ট এমআইইউআই১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে।

উল্লেখ্য, সম্প্রতি Poco X5 5G-কে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটেও দেখা গেছে। এই তালিকাও ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু প্রকাশ করেনি, কিন্তু ভারতের বাজারে এটির আসন্ন লঞ্চের ইঙ্গিত দিয়েছে। যদিও, ইতিমধ্যেই Poco X5 5G সম্পর্কিত বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে যে, এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জিপ্লাস প্রসেসর দ্বারা চালিত হবে এবং এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ আইপিএস এলসিডি ডিসপ্লে দেখা যাবে। Poco X5 5G-এর ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে বর্তমানে কিছুই জানা যায়নি। তবে, এটির বিষয়ে অনলাইনে আরও তথ্য খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *