4500 টাকা সস্তায় Poco X5 5G ফোনের সেল শুরু, 48MP ক্যামেরা সহ রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে

Poco X5 5G এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ২০,৯৯৯ টাকা।

Poco X5 5G গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ প্রথমবার ফোনটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে। দুপুর বারোটায় Flipkart থেকে পোকোর নতুন ডিভাইসটি কেনা যাবে। লঞ্চ অফারে ক্রেতারা ৪,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে ফোনটি কিনতে পারবেন। ফিচার Poco X5 5G ট্রিপল রিয়ার ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ও ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

Poco X5 5G এর দাম ও সেল অফার

পোকো এক্স৫ ৫জি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে পাওয়া যাবে। এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ২০,৯৯৯ টাকা।

সেল অফারের কথা বললে, যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পোকো এক্স৫ ৫জি কিনলে ২,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে কেনা যাবে যথাক্রমে ১৬,৯৯৯ টাকায় ও ১৮,৯৯৯ টাকায়। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ভ্যালু ছাড়াও অতিরিক্ত ২,৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

Poco X5 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Poco X5 5G এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হাটর্জ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর পিছনে তিনটি ক্যামেরা সেন্সর বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ ম্যাক্রো সেন্সর।

পারফরম্যান্সের জন্য Poco X5 5G ফোনে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সিকিউরিটির জন্য রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে রান করবে। এর ওজন ১৮৮ গ্রাম।