ফুল চার্জে 150 কিমি চলবে, ইলেকট্রিক বাইক সবার কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিল Revolt

ইলেকট্রিক ভেহিকেল (EV) কোম্পানি রিভল্ট মোটরস (Revolt Motors) ভারতে তাদের ব্যবসা সম্প্রসারণে মনোনিবেশ করেছে। দেশের বৃহত্তম ইলেকট্রিক মোটরসাইকেল সংস্থাটি এবারে ইন্দোর, গুয়াহাটি এবং হুবলি-তে তাদের তিন নতুন শোরুমের উদ্বোধন কথা ঘোষণা করল। এই নতুন তিনটি শোরুম সংযোজনের ফলে ভারতে রিভল্টের আউটলেটের সংখ্যা বেড়ে হল ৩৫।

Revolt RV 400-এর বুকিং পুনরায় শুরু হয়েছে

রিভল্টের ইলেকট্রিক মোটরসাইকেল RV 400-এর বুকিং গ্রহণ পুনরায় শুরু হয়েছে। ২,৪৯৯ টাকার বিনিময়ে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং ডিলারশিপ থেকে করা যাচ্ছে বুকিং। এদেশে ৭০ এর বেশি নতুন ডিলারশিপ উদ্বোধনের লক্ষ্যমাত্রা স্থির করেছে তারা। ৩১ মার্চ থেকে বাইকটির ডেলিভারি শুরু করা হবে বলে জানানো হয়েছে।

Revolt RV 400 স্পেসিফিকেশন

Revolt RV 400-তে দেওয়া হয়েছে একটি ৩ কিলোওয়াট মোটর। যা আউটপুট ৫৪ এনএম টর্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) যুক্ত বাইকটির প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ৮৫ কিমি। এক চার্জে এটি ১৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে।

Revolt RV 400 ফিচার্স ও দাম

RV 400 ই-বাইক ফোর-জি কানেক্টিভিটি এবং ব্লুটুথ সাপোর্ট করে। স্মার্টফোনের সাথে বাইকটি কানেক্ট করা যায়। ফলে বাইকের এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টারেই, ব্যাটারি রেঞ্জ এবং নিকটবর্তী সোয়াপ স্টেশনের হদিশ মিলবে। সাসপেনশন হিসেবে এতে রয়েছে ইনভার্টেড ফ্রন্ট ফর্ক এবং মোনোশক। উভয় চাকায় ২৪০ মিমি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। অন-রোড মূল্য ১.৩ লক্ষ টাকা।