Samsung Odyssey Ark: বিশেষ সুবিধা যুক্ত বিশ্বের প্রথম কার্ভড গেমিং মনিটর লঞ্চ করল স্যামসাং

Samsung সম্প্রতি তাদের অন্যতম জনপ্রিয় ওডিসি (Odyssey) সিরিজের অধীনে একটি নতুন গেমিং মনিটর লঞ্চ করেছে। Odyssey Ark নামের এই মনিটর হল বিশ্বের প্রথম কার্ভড গেমিং মনিটর যাতে ১০০০আর বক্রতা (curvature) সহ ৫৫-ইঞ্চির ডিসপ্লে রয়েছে। আবার এটি – ১৬৫ হার্টজ হাই রিফ্রেশ রেট এবং ১এমএস রেসপন্স টাইমও সাপোর্ট করে। এছাড়া আলোচ্য মনিটরটি – সংস্থার নিজেস্ব কোয়ান্টাম ম্যাট্রিক্স প্রযুক্তি, গেমিং হাব এবং এআই (AI) সাউন্ড বুস্টার ও ডলবি অ্যাটমস সমর্থিত অডিও সিস্টেম সাপোর্ট করে। ফলে যাবতীয় ফিচারের ভিত্তিতে Samsung এর এই নয়া মনিটর গেম-প্রেমীদের গেমিং সেটআপের জন্য একটি দুর্দান্ত বিবেচ্য হতে পারে। চলুন Samsung Odyssey Ark কার্ভড গেমিং মনিটরের দাম ও সম্পূর্ণ ফিচার-তালিকা দেখে নেওয়া যাক।

স্যামসাং ওডিসি আর্ক কার্ভড গেমিং মনিটরের স্পেসিফিকেশন (Samsung Odyssey Ark curved gaming monitor Specifications)

স্যামসাংয়ের এই লেটেস্ট গেমিং মনিটরে একটি ৫৫-ইঞ্চির কার্ভড ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ১৬৫ হার্টজ হাই রিফ্রেশ রেট সমর্থন করে। একই সাথে এই ডিসপ্লে ১০০০আর বক্রতা (curvature) অফার করে, যা দুর্দান্ত তথা এমারসিভ গেমিং অভিজ্ঞতা প্রদান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে স্যামসাং। এছাড়া ডিভাইসটি – ১ এমএস রেসপন্স টাইম (GtG), একটি সম্পূর্ণ নতুন ককপিট মোড, আর্ক ডায়াল এবং একটি ইনোভেটিভ কন্ট্রোলার সহ এসেছে।

ওডিসি আর্ক গেমিং মনিটরে স্যামসাংয়ের কোয়ান্টাম ম্যাট্রিক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ডিসপ্লেতে নিবিড়ভাবে অবস্থিত LED লাইটগুলি নিয়ন্ত্রণ করতে সক্ষম। আবার সিনেমাটিক মানের অভিজ্ঞতা প্রদানের জন্য এই মনিটরটি ম্যাট ডিসপ্লে এবং সাউন্ড ডোম প্রযুক্তিও অফার করে। অডিও ফ্রন্টের কথা বললে, এই মনিটরে এআই (AI) সাউন্ড বুস্টার এবং ডলবি অ্যাটমস সমর্থিত অডিও সিস্টেম রয়েছে, যা ৬০ ওয়াট ২.২.২ চ্যানেল সহ আরো উন্নততর সারাউন্ড সাউন্ড অভিজ্ঞতা প্রদান করবে।

নতুন Samsung Odyssey Ark গেমিং মনিটরকে স্যামসাংয়ের নিজস্ব গেমিং হাবের সাথে নিয়ে আসা হয়েছে। এটি হল মূলত একটি গেম স্ট্রিমিং ডিসকভারি পোর্টাল, যেখানে গেমাররা – এক্সবাক্স (Xbox), এনভিডিয়া জিফোর্স নাও (NVIDIA GeForce NOW), গুগল স্টাডিয়া (Google Stadia), ইউটোমিক (Utomik) এবং অ্যামাজন লুনা (Amazon Luna) থেকে গেম খুঁজতে এবং খেলতে পারবেন৷

স্যামসাং ওডিসি আর্ক কার্ভড গেমিং মনিটরের দাম (Samsung Odyssey Ark curved gaming monitor Price)

স্যামসাং ৫৫-ইঞ্চি ওডিসি আর্ক ৪কে ইউএইচডি কার্ভড গেমিং মনিটরের দাম ৩,৪৯৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ২,৭৭,৬০০ টাকা) রাখা হয়েছে। এটি বর্তমানে আমেরিকার স্যামসাং অনলাইন স্টোরের মাধ্যমে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। ভারত সহ বিশ্ববাজারে আলোচ্য মডেলকে কতদিনে লঞ্চ করা হবে, সেই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।