Apple Watch: দুর্ঘটনায় আহত বাইক চালকের জীবন বাঁচিয়ে নিজের গুরুত্ব বোঝাল অ্যাপল ওয়াচ

ইউজারদের নতুন জীবন দানের ক্ষেত্রে Apple Watch-এর অসামান্য অবদানের ঘটনা দিন-কে-দিন বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তিগত সাধারণ সুবিধা প্রদানের পাশাপাশি Apple Watch-এর একাধিক কার্যকর হেলথ ট্র্যাকিং ফিচার (যেমন – ECG ট্র্যাকার, হার্ড ফল ডিটেকশন ফিচার, এমার্জেন্সি কল ফিচার ইত্যাদি) ইউজারের জীবন রক্ষায় ত্রাতারূপে কাজ করেছে, এমন ঘটনার কথা আমরা একাধিকবার শুনেছি। এবার আরও একবার সিঙ্গাপুরের ২৪ বছর বয়সী এক যুবকের প্রাণ বাঁচিয়ে শিরোনামে এল অত্যাধুনিক এই স্মার্টওয়াচটি।

9to5 Mac-এর রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি সিঙ্গাপুরের ২৪ বছর বয়সী এক যুবক মোটরসাইকেল চালানোর সময় একটি ভ্যানের সাথে ধাক্কা লাগায় ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যান। ফিত্রি (Fitri) নামের ওই যুবক একটি নির্জন রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেলেও সৌভাগ্যবশত তার হাতে ছিল একটি Apple Watch Series 4 ডিভাইস, যাতে রয়েছে অত্যন্ত কার্যকর ফল ডিটেকশন ফিচার, যা কেউ অজ্ঞান হয়ে গেলে তৎক্ষণাৎ তার পরিচিত এবং স্থানীয় জরুরী পরিষেবাগুলিকে অ্যালার্ট করতে পারে।

ফিত্রির Apple Watch রাত ৮:২০-র দিকে একটি হার্ড ফল ডিটেক্ট করে এবং তার এমার্জেন্সি কন্টাক্টসের পাশাপাশি নিকটবর্তী এমার্জেন্সি সার্ভিসগুলিকে তৎক্ষণাৎ ঘটনাটি সম্পর্কে সতর্ক করে দেয়, যারা তারপর ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। 9to5 Mac-এর রিপোর্ট অনুযায়ী, Apple Watch-এর ফল ডিটেকশন ফিচারটি তার বান্ধবীকে একটি হার্ড ফল SOS নোটিফিকেশন পাঠানোর পাশাপাশি তাকে ঘটনা এবং ঘটনাস্থল সম্পর্কেও অবহিত করে।

নিঃসন্দেহে এই ঘটনা Apple Watch-এর হাজারো বিজয়গাথার পোর্টফোলিওতে আরেকটি নতুন সংযোজন। উল্লেখ্য যে, এই ফল ডিটেকশন ফিচারটি Apple Watch Series 4-এর সাথে চালু করা হয়েছিল এবং এটি সমস্ত অ্যাপল ওয়াচে উপলব্ধ। Apple Watch Series 4, ৪০ মিমি এবং ৪৪ মিমি – এই দুটি সাইজ এবং GPS and GPS + Cellular – এই দুটি কানেক্টিভিটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। এটি অ্যাপলের Watch OS5 দ্বারা চালিত। ঘড়িটিতে একটি বিল্ট-ইন জাইরোস্কোপ এবং এক্সেলেরোমিটার সেন্সর রয়েছে যা যে কোনো এমার্জেন্সি সিচুয়েশন সনাক্ত করতে পারে, এবং ঘড়িটি পরিহিত ইউজাররা যদি অজ্ঞান হয়ে জান, তাহলে ওই ইউজারের এমার্জেন্সি কন্টাক্টস এবং নিকটবর্তী জরুরী পরিষেবায় ৬০ সেকেন্ডের মধ্যে ঘড়িটি স্বয়ংক্রিয়ভাবে এমার্জেন্সি অ্যালার্ট প্রেরণ করে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন