Categories: Mobiles

ফাটাফাটি ফিচার নিয়ে লঞ্চ হল Poco X5, X5 Pro 5G, সাধ্যের মধ্যে 108MP ক্যামেরা, দুর্ধর্ষ ডিসপ্লে

Poco X5 5G সিরিজ আজ বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে। এই লাইনআপে Poco X5 এবং X5 Pro এসেছে। উভয় ফোনে কিছু ক্ষেত্রে একইরকম স্পেসিফিকেশন রয়েছে। Poco X5 Pro সবচেয়ে প্রিমিয়াম। দুটি ফোনেই অ্যামোলেড ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তবে, স্ট্যান্ডার্ড মডেলটি Snapdragon 695 প্রসেসরের সাথে এসেছে, সেখানে প্রো ভ্যারিয়েন্টটি Snapdragon 778G দ্বারা চালিত। আসুন তাহলে Poco X5 5G সিরিজের দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

পোকো এক্স৫ ৫জি সিরিজের স্পেসিফিকেশন – Poco X5 5G Series Specifications

পোকো এক্স৫ ৫জি সিরিজটি ডুয়েল-টোন ব্যাক প্যানেলের সাথে এসেছে। এর ওপরের অংশে একটি অনুভূমিক আইল্যান্ড রয়েছে যেখানে একটি উল্লম্ব আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল অবস্থান করছে। আর রিয়ার প্যানেলের বাকি অংশে একটি ম্যাট ফিনিশ দেখা যায়। পোকো এক্স৫ ৫জি এবং এক্স৫ প্রো ৫জি-তে ৬.৬৭ ইঞ্চির কেন্দ্র-সারিবদ্ধ পাঞ্চ-হোল অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,২০০ নিট ব্রাইটনেস অফার করে। প্রো ভ্যারিয়েন্টটি ডলবি ভিশন এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, উভয় ডিভাইসের পাওয়ার বাটনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে।

উন্নত পারফরম্যান্সের জন্য, পোকো এক্স৫ ৫জি-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত, যেখানে এক্স৫ প্রো ৫জি মডেলটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেটের সাথে যুক্ত। উভয় ভ্যারিয়েন্টেই ডায়নামিক র‍্যাম সম্প্রসারণ প্রযুক্তি সহ সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে। প্রো মডেলটিতে হিট ডিসিপেশনের জন্য একটি ভেপার কুলিং চেম্বারও রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Poco X5 5G এবং X5 Pro 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রো মডেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকলেও, স্ট্যান্ডার্ড মডেলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স বর্তমান। উভয় ডিভাইসেরই ক্যামেরা সেটআপে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যুক্ত রয়েছে। সেলফির জন্য, রেগুলার এবং প্রো মডেলে যথাক্রমে ১৩ মেগাপিক্সেলের এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Poco X5 সিরিজের দুটি মডেলই ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। তবে রেগুলার ভ্যারিয়েন্টটি ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট করে, যেখানে প্রো মডেলটি ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট করে। Poco X5 5G সিরিজটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করে। এছাড়াও, এই ডিভাইসগুলিতে কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে ৫জি, ৪জি ভিওএলটিই, আইআর ব্লাস্টার, এনএফসি, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং একটি ইউএসবি-সি পোর্ট। আর প্রো মডেলটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর সহ এসেছে।

পোকো এক্স৫ ৫জি সিরিজের মূল্য ও উপলব্ধতা – Poco X5 5G Series Price and Availability

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পোকো এক্স৫ ৫জি-এর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলগুলির দাম যথাক্রমে ২৪৯ ডলার (প্রায় ২০,৬০০ টাকা) এবং ২৯৯ ডলার (প্রায় ২৪,৭৫০ টাকা)। আর, প্রো মডেলের একই কনফিগারেশনের দাম ২৯৯ ডলার (প্রায় ২৪,৭৫০ টাকা) এবং ৩৪৯ ডলার (প্রায় ২৮,৯০০ টাকা)। ভারতে, পোকো এক্স৫ প্রো ৫জি-এর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২২,৯৯৯ টাকা এবং ২৪,৯৯৯ টাকা। বিশ্ববাজারে পোকো এক্স৫ ৫জি সিরিজটি আগামী ৭ ফেব্রুয়ারি বিক্রির জন্য উপলব্ধ হবে।

Ananya Sarkar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 28 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স 28 আগস্ট রিডিম কোড

জনপ্রিয় রয়্যাল ব্যাটেল গেম Garena Free Fire-এ এসে গেল টপ ক্রিমিনাল নিয়ন, গ্রেনেড, গ্লু ওয়াল…

5 hours ago

Realme GT 7 Pro: 120x জুম এবার রিয়েলমির ক্যামেরায়, লঞ্চের আগেই ফাঁস হল ছবি

Realme GT 7 Pro ফোনটি চলতি বছরই বাজারে পা রাখতে চলেছে। ফোনটিকে নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তি…

6 hours ago

Jay Shah: ৩৫ বছর বয়সে বিশ্বজয়ের লক্ষ্যে জয় শাহ, পঞ্চম ভারতীয় হিসেবে হলেন ICC চেয়ারম্যান

ভারতীয় ক্রিকেটকে উচ্চতায় নিয়ে যাওয়ার পর নতুন ইনিংসের জন্য প্রস্তুত বিসিসিআই সচিব জয় শাহ। আন্তর্জাতিক…

7 hours ago

Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেটে এল প্লেয়ারদের আকাল, AI-এর মাধ্যমে নির্বাচন করা হচ্ছে দল, জানালেন চেয়ারম্যান

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এমন একটি বিবৃতি দিয়েছেন যা বিশ্বক্রিকেটে হট্টগোল সৃষ্টি…

7 hours ago

TVS নতুন Jupiter লঞ্চ করতেই পাল্টা দিল হোন্ডা, 3000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Activa

TVS Jupiter 110 নতুন অবতারে লঞ্চ হয়ে বাজারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। আকর্ষণীয় লুকস, দুর্দান্ত…

8 hours ago

Durand Cup Mohun Bagan: পিছিয়ে থেকেও ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ফের ম্যাচের হিরো বিশাল কাইথ

বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। সেমিফাইনালে ট্রাইবেকারে ৪-৩ ব্যবধানে…

8 hours ago