বাইরের আওয়াজও কানে আসবে, itel Roar 75 ওপেন ইয়ার বাডস ভারতে লঞ্চ হল

itel ভারতীয় বাজারে লঞ্চ করল তাদের প্রথম ওপেন ইয়ার ইয়ারফোন, যা itel Roar 75 নামে এসেছে। এটি মূলত একটি নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন। এখানে জানিয়ে রাখি, ওপেন ইয়ার হেডফোনগুলি হল এমন একটি হেডফোন যার ইয়ারবাডগুলি পুরোপুরি কান জুড়ে থাকে না। এতে কানের কিছু অংশ খোলা থাকে, ফলে বাইরের আওয়াজ সহজেই আসতে পারে। আর নতুন এই ইয়ারফোনে থাকছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার, ব্লুটুথ ৫.২ ও ৪৫ এমএস আলট্রা লো ল্যাটেন্সি মোড। চলুন দেখে নিক নতুন itel Roar 75 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

itel Roar 75 -এর দাম ও লভ্যতা

নবাগত itel Roar 75 ইয়ারফোনটির ভারতীয় বাজার মূল্য ধার্য করা হয়েছে ১,০৯৯ টাকা। এটি কেবলমাত্র ব্লু কালার অপশনেই পাওয়া যাবে। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন ই-কমার্স সাইট থেকেও কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারফোনটি।

itel Roar 75 -এর ফিচার ও স্পেসিফিকেশন

হালকা ওজনের নবাগত itel Roar 75 ইয়ারফোনটি টাইটেনিয়াম ইউনিবডি এবং এর্গোনোমিকাল ডিজাইনে এসেছে। এর ওজন মাত্র ১১ গ্রাম। এতে রয়েছে ১৪.২ এমএম বেস বুস্ট ড্রাইভার। শুধু তাই নয়, ইয়ারফোনটিতে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচারের সুবিধা পাওয়া যাবে। তাই ব্যবহারকারী কল চলাকালীন স্বচ্ছ আওয়াজ শুনতে পাবেন। এখানেই শেষ নয়, হেয়ারেবলটিতে রয়েছে ৪৫ এমএস আলট্রা লো ল্যাটেন্সি মোড এবং এএসি এবং এসবিসি অডিও কোডেক সাপোর্ট।

এমনকি নয়া ইয়ারফোনে ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি উপলব্ধ, যার রেঞ্জ ১০ মিটার পর্যন্ত বিস্তৃত। আর একই সঙ্গে ইয়ারফোনটিকে দুটি ডিভাইসের সঙ্গে যুক্ত করা সম্ভব।

এবার আসা যাক, itel Roar 75 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, ইউএসবি সি পোর্টের মাধ্যমে একবার চার্জে এটি ১৩ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য অডিও ডিভাইসটিতে দেওয়া হয়েছে IPX5 রেটিং।