Categories: Mobiles

Poco X6 সিরিজ আগামী বছরের শুরুতে ভারতে আসছে, থাকবে শক্তিশালী Dimensity 8300 Ultra প্রসেসর

পোকো ইন্ডিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে, আসন্ন পোকো এক্স৬ প্রো স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হবে। জানিয়ে রাখি, এই চিপসেট কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের মতো শক্তিশালী। তদুপরি, অতীতে প্রকাশিত একটি FCC সার্টিফিকেশন অনুযায়ী, ডিভাইসটি ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

উপরে উল্লেখিত যাবতীয় বিবরণ থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে, আসন্ন Poco X6 Pro মডেলটি সদ্য চীনের বাজারে আত্মপ্রকাশ করা Redmi K70e ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হবে। সর্বোপরি এই দুটি হ্যান্ডসেটের মডেল নম্বরও অনুরূপ।

রিব্র্যান্ডেড সংস্করণ হওয়ার দরুন Redmi K70e এবং Poco X6 Pro ফোনের যাবতীয় ফিচার একসমান থাকবে বলেই আশা করা হচ্ছে। তবে চীনে লঞ্চ হওয়া মডেলটি ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট করলেও, ভারতে আসন্ন ফোন মাত্র ৬৭ ওয়াট চার্জিং অফার করবে বলে দাবি করেছেন বহু টিপস্টার।

Poco X6 Pro স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ৬.৬৭-ইঞ্চির AMOLED ডিসপ্লে প্যানেল, যা ১.৫কে (২৭১২×১২২০ পিক্সেল) রেজোলিউশন, ১২-বিট প্যানেল, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ১৮০০ নিট ব্রাইটনেস, ৫,০০০,০০০:১ কন্ট্রাস্ট রেশিও, ১৯২০ হার্টজ PWM হাই ফ্রিকোয়েন্সি ডিমিং, ডলবি ভিশন, HDR10+, এবং DCI-P3 কালার গ্যামেট সাপোর্ট করে।
  • প্রসেসর: TSMC এর ৪এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ আল্ট্রা চিপসেট এবং মালি জি৬১৫ জিপিইউ।
  • মেমরি: ৮ জিবি/১২ জিবি LPDDR5X র‍্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি UFS 4.0 স্টোরেজ।
  • সফ্টওয়্যার: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিন।
  • রিয়ার ক্যামেরা: ডুয়াল-টোন এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট। যথা – OIS সমর্থিত ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (আকার:১/২-ইঞ্চি) + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার।
  • ফ্রন্ট ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
  • সিকিউরিটি ফিচার: ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
  • অডিও: ডলবি অ্যাটমস এবং স্পেটিয়াল অডিও সমর্থিত স্টেরিও স্পিকার সেটআপ। যা হাই রেস অডিও সার্টিফিকেশন এবং হাই রেস ওয়্যারলেস সার্টিফিকেশন সহ এসেছে।
  • কানেক্টিভিটি অপশন: ডুয়াল-সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৬, ২×২ MIMO, ব্লুটুথ ৫.৪, NFC, GPS, গ্লোনাস, গ্যালিলিও, এবং বাইডু।
  • ব্যাটারি: ৫,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।
  • মাত্রা: ১৬০.৪৫×৭৪.৩৪×৮.০৫ মিমি।
  • ওজন: ১৯৮ গ্রাম।

ভারতে Poco X6 Pro স্মার্টফোনের সম্ভাব্য বিক্রয় মূল্য

চীনে Redmi K70e ফোনের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৫০০ টাকা) রাখা হয়েছে। ফলে আশা করা হচ্ছে যে, ভারতে আসন্ন Poco X6 Pro স্মার্টফোনের দাম ২৫,০০০ টাকার কম ধার্য করা হবে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago