ব্লু কলিং সাপোর্ট সহ ভারতে লঞ্চ হল Portonics Kronos Y1 স্মার্টওয়াচ

বর্তমান সময়ে স্মার্টওয়াচের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে। প্রতিযোগিতার বাজারে একে অপরকে টেক্কা দেওয়ার জন্য এই জন স্মার্টওয়াচ প্রস্তুতকারী সংস্থাগুলি নতুন নতুন মডেল এনে হাজির করছে।…

বর্তমান সময়ে স্মার্টওয়াচের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে। প্রতিযোগিতার বাজারে একে অপরকে টেক্কা দেওয়ার জন্য এই জন স্মার্টওয়াচ প্রস্তুতকারী সংস্থাগুলি নতুন নতুন মডেল এনে হাজির করছে। সেক্ষেত্রে এবার, ভারতীয় ব্র্যান্ড Portronics, তাদের নয়া স্মার্টওয়াচের ওপর থেকে পর্দা সরালো, যার নাম Portonics Kronos Y1। ব্লুটুথ কলিং সাপোর্ট সহ ১.৭৫ ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে নয়া স্মার্টওয়াচটি। এতে রয়েছে একাধিক হেলথ মনিটরিং ফিচার। যেমন, ব্লাড প্রেসার মনিটরিং, হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন। আবার এতে একাধিক স্পোর্টস মোড বর্তমান। নয়া স্মার্টওয়াচটি আইপি৬৭ রেটিংপ্রাপ্ত হওয়ায় ধুলো এবং জল থেকে সুরক্ষা প্রদান করবে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Portonics Kronos Y1 স্মার্টওয়াচটির দাম, ফিচার ও স্পেসিফিকেশন।

Portonics Kronos Y1 স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে পোর্টনিক্স নোরোস ওয়াই১ স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ৩,৪৯৯ টাকা। তবে এখন লঞ্চ অফারে ই-কমার্স সাইট অ্যামাজনে এটি পাওয়া যাচ্ছে ৩,২৯৯ টাকায় এবং ফ্লিপকার্টে স্মার্টওয়াচটির দাম ৩,৩৯৯ টাকা। গ্রে এবং ব্ল্যাক এই দুটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন স্মার্টওয়াচটি। সাথে পাওয়া যাবে ১২ মাসের ওয়্যারেন্টি।

Portonics Kronos Y1 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

নবাগত পোর্টনিক্স নোরোস ওয়াই১ স্মার্টওয়াচটি কার্ভড গ্লাস সহ ১.৭৫ ইঞ্চি এইচডি ডাইনামিক ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ২৪০x ৩২০ পিক্সেল। কানেক্টিভিটির জন্য স্মার্টওয়াচটিতে রয়েছে ব্লুটুথ ভি৫ এবং এটি ব্লুটুথ কলিং সাপোর্ট করবে। এর ইনবিল্ড মাইক্রোফোন এবং স্পিকারের মাধ্যমে ব্যবহারকারী এই ফোন থেকে কল করতে এবং রিসিভ করতে পারবেন। এছাড়া ঘড়িটি রিমোট শাটার এবং মিউজিক কন্ট্রোলার হিসেবেও ব্যবহারযোগ্য। এতে পাওয়া যাবে ৬৪ এমবি অনবোর্ড স্টোরেজ।

নবাগত স্মার্টওয়াচে একাধিক হেলথ মনিটরিং ফিচার উপলব্ধ। এতে রয়েছে ব্লাড প্রেসার মনিটরিং, হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মনিটরিং এবং লিভ ট্রাকিংয়ের মত ফিচার। এছাড়াও ঘড়িটিতে একাধিক স্পোর্টস মোড, যেমন ওয়াকিং, রানিং,সাইক্লিং, সুইমিং, বাস্কেটবল, ব্যাডমিন্টন ইত্যাদি বর্তমান। এখানে বলে রাখি, ঘড়িটি আইপি৬৭ রেটিংপ্রাপ্ত, ফলে জল এবং ধুলো থেকে সহজেই সুরক্ষা প্রদান করবে।

এবার আসা যাক স্মার্টওয়াচটির ব্যাটারি প্রসঙ্গে। Portonics Kronos Y1 সাতদিনের ব্যাটারি লাইফের পাশাপাশি ১৫ দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করতে সক্ষম। এছাড়া ব্যবহারকারীরা ২০০ টিরও বেশি কাস্টমাইজেবল ওয়াচফেস পাবেন এতে। এর মধ্যে থেকে তারা তাদের পছন্দের ওয়াচফেস বেছে নিতে পারবেন। পরিশেষে বলি, নবাগত ঘড়িটির পরিমাপ ১৬৫x ৭০x২৮ এমএম এবং ওজন ৫৫ গ্রাম।