হাজার টাকার কমে দেশীয় pTron Bassbuds Wave ইয়ারফোন ভারতে লঞ্চ হল

অডিও অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী সংস্থা pTron তাদের Bassbuds ওয়্যারলেস ইয়ারবাড সিরিজে যুক্ত করল নতুন Bassbuds Wave। ৫০ এমএস লো ল্যাটেন্সি সহ আসা নতুন একটি ইয়ারফোনটি ডিএসপি…

অডিও অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী সংস্থা pTron তাদের Bassbuds ওয়্যারলেস ইয়ারবাড সিরিজে যুক্ত করল নতুন Bassbuds Wave। ৫০ এমএস লো ল্যাটেন্সি সহ আসা নতুন একটি ইয়ারফোনটি ডিএসপি এনভারমেন্টাল নয়েজ ক্যানসেলিং ফিচার সাপোর্ট করবে। সংস্থার মতে, একবার চার্জে এটি ৪০ ঘণ্টা পর্যন্ত প্লে টাইম অফার করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন pTron Bassbuds Wave ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

pTron Bassbuds Wave ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে পিট্রন বেসবাডস ওয়েভ ইয়ারফোনটির মূল্য ধার্য করা হয়েছে ৯৯৯ টাকা। ই-কমার্স সাইট অ্যামাজনে স্যাটিন ব্ল্যাক ফিনিশ কালার অপশনে উপলব্ধ নতুন এই ইয়ারফোনটি।

pTron Bassbuds Wave ইয়ারফোনের স্পেসিফিকেশন

ফিন শেপ ডিজাইনের সাথে এসেছে নতুন পিট্রন বেসবাডস ওয়েভ ইয়ারফোনটি। ফলে কানে শক্ত ভাবে আটকে থাকবে। অথচ ব্যবহারকারী কোনো অস্বাচ্ছন্দ্যতা অনুভব করবেন না। এছাড়া নয়েজ আইসোলেশন কাস্টম ডিজাইনের সাথে আসা এই ইয়ারফোনটি মনোরম অডিও ডেলিভার করতে সক্ষম।

অন্যদিকে, ইয়ারফোনটিতে ৫০ এমএস লো ল্যাটেন্সি মোড উপলব্ধ। তাছাড়া দ্রুত সংযোগের জন্য এতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.৩ ভার্সন। এছাড়া এতে রয়েছে টাচ কন্ট্রোল, যার মাধ্যমে মিউজিক, ফোন কল নিয়ন্ত্রণ করা করা যাবে।

আবার ট্রেন্ডি ডিজাইনের ম্যাট ফিনিশ বডির এই ইয়ারফোনটি IPX4 রেটিংসহ এসেছে। ফলে জল এবং ঘাম থেকে সুরক্ষা প্রদান করবে। pTron Bassbuds Wave ইয়ারফোনটির ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৩০০এমএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৪০ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। আবার টাইপ সি পোর্টের মাধ্যমে ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসায় মাত্র ১০ মিনিট চার্জে এটি ৩ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে।