Qualcomm লঞ্চ করল প্রথম স্মার্টফোন Smartphone for Snapdragon Insider, কী নেই এই ফোনে

বহুজাতিক সেমিকন্ডাক্টর ব্র্যান্ড Qualcomm সম্প্রতি তাইওয়ান ভিত্তিক টেক সংস্থা Asus -এর সাথে হাত মিলিয়ে তাদের সর্বপ্রথম স্মার্টফোন লঞ্চ করলো। সদ্য আগত এই স্মার্টফোনটিকে মূলত, চলতি…

বহুজাতিক সেমিকন্ডাক্টর ব্র্যান্ড Qualcomm সম্প্রতি তাইওয়ান ভিত্তিক টেক সংস্থা Asus -এর সাথে হাত মিলিয়ে তাদের সর্বপ্রথম স্মার্টফোন লঞ্চ করলো। সদ্য আগত এই স্মার্টফোনটিকে মূলত, চলতি বছরের মার্চ মাসে লঞ্চ করা কোয়ালকমের লয়ালিটি প্রোগ্রাম (loyalty program)-এর অন্তর্গত স্ন্যাপড্রাগন ইনসাইডার (Snapdragon Insiders) সদস্যদের জন্য নিয়ে আসা হয়েছে। তাই এই নয়া মডেলটির নামও দেওয়া হয়েছে “Smartphone for Snapdragon Insiders”। কোয়ালকমের এই ফোনটি ফিচারে ঠাসা। যেমন এটিতে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ এসওসি, ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ, ১৪৪ হার্টজ স্যামসাং AMOLED ডিসপ্লে, সনি সেন্সর যুক্ত ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্মার্ট AMP এবং স্ন্যাপড্রাগন সাউন্ড সাপোর্ট পাওয়া যাবে। এগুলি ছাড়াও, কোয়ালকম দ্বারা বিকশিত নানাবিধ প্রি-লোডড টেকনোলজিও সামিল থাকছে Smartphone for Snapdragon Insiders-এ। আসুন কোয়ালকম এবং আসুসের যৌথ উদ্যোগে নিয়ে আসা ‘স্মার্টফোন ফর স্ন্যাপড্রাগন ইনসাইডার’ ফোনটার যাবতীয় বিশেষত্ব এবং দাম জেনে নেওয়া যাক।

Smartphone for Snapdragon Insiders দাম ও লভ্যতা

কোয়ালকম এবং আসুসের অংশীদারিতে নিয়ে আসা স্মার্টফোন ফর স্ন্যাপড্রাগন ইনসাইডার স্মার্টফোনটির দাম ১,৪৯৯ ডলার বা প্রায় ১,১২,২০০ টাকা ধার্য করা হয়েছে। মিডনাইট ব্লু কালারের এই ফোনটি ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। ফোনটি আগামী অগাস্ট মাস থেকে আসুসের অনলাইন স্টোর এবং অফলাইন রিটেল স্টোরগুলির থেকে কিনতে পারা যাবে।

Smartphone for Snapdragon Insiders চীন, জার্মানি, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতে সেলের জন্য উপলব্ধ হবে। যদিও ভারতীয় বাজারে এই ফোনটির দাম কত হতে পারে, সেই সম্পর্কে কোনো তথ্য এখনো অবধি পাওয়া যায়নি। জানিয়ে রাখি কোয়ালকম, ‘Snapdragon Insider’ সম্প্রদায়ের সদস্যদের জন্য তাদের এই নতুন স্মার্টফোনটিকে ডিজাইন করলেও, এটি সমস্ত গ্রাহকদের জন্যই উপলব্ধ করা হবে।

Smartphone for Snapdragon Insiders ফিচার ও স্পেসিফিকেশন

স্মার্টফোন ফর স্ন্যাপড্রাগন ইনসাইডারস ফোনে, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস (Corning Gorilla Glass Victus) প্রটেকশন সহ একটি ৬.৭৮ ইঞ্চির ফুল-এইচডি প্লাস স্যামসাং AMOLED ডিসপ্লে দেখা যাবে। এছাড়া, অন্যান্য ডিসপ্লে ফিচারের মধ্যে আছে ১,২০০ নিট অবধিও স্ক্রিন ব্রাইটনেস, ২০.৪:৯ এসপেক্ট রেশিও, HDR10, HDR10+ সাপোর্ট। ফাস্ট-পারফরম্যান্স ও মাল্টি-টাস্কিংয়ের জন্য এই হ্যান্ডসেটটিতে রয়েছে ১৬ জিবি LPDDR5 র‌্যাম এবং ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর।

অডিও ফ্রন্টের প্রসঙ্গে বললে, স্মার্টফোন ফর স্ন্যাপড্রাগন ইনসাইডারস ফোনে, স্মার্ট AMP এবং স্ন্যাপড্রাগন সাউন্ড সাপোর্ট সহ ডুয়াল-স্টেরিও স্পিকার রয়েছে। সাথে থাকছে, ১১৪ ডেসিবেল (dB) ডাইনামিক রেঞ্জ যুক্ত এইচডিআর মাইক্রোফোন সেটআপ।

অন্যদিকে, ফাটোগ্রাফির জন্য Smartphone for Snapdragon Insiders স্মার্টফোনে, একটি ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এতে, ৬৪ মেগাপিক্সেলের Sony IMX686 প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : এফ/১.৮), ১২ মেগাপিক্সেলের Sony IMX363 সেকেন্ডারি সেন্সর (অ্যাপারচার : এফ/২.২) এবং ৮ মেগাপিক্সেলের একটি টেলিফটো শুটার বা লেন্স আছে। ভিডিও কলিং বা সেলফি তোলার জন্য এটিতে, ২৪ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের কথা বললে স্মার্টফোনটিতে, কোয়ালকম কুইক চার্জ ৫.০ চার্জিং সাপোর্ট যুক্ত ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির একটি ব্যাটারি রয়েছে। আর কানেক্টিভিটি অপশন হিসাবে, ৫জি, ৪জি, LTE, ওয়াই-ফাই ৬, ওয়াই-ফাই ডাইরেক্ট, ব্লুটুথ ৫.২, ইউএসবি টাইপ-সি পোর্ট, এনএফসি এবং জিপিএস / এ-জিপিএস সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া, প্রাইভেসি ফিচারের মধ্যে, কোয়ালকম 3D সোনিক সেন্সর জেনার ২ টাইপ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকছে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে আছে অ্যান্ড্রয়েড ১১।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন