ভারতে ৮ জিবি র‌্যামের সাথে এন্ট্রি নিচ্ছে Realme 10 4G, দাম ১৫ হাজার টাকার কম

গত ৮ই ডিসেম্বর Realme 10 সিরিজের অধীনে ভারতে এসেছে Realme 10 Pro 5G এবং Realme 10 Pro+ 5G। আর আজ অর্থাৎ ২৭শে ডিসেম্বর, আলোচ্য সংস্থাটির ভারতীয় শাখা Realme 10 লাইনআপের ভ্যানিলা মডেল অর্থাৎ Realme 10 -কেও এদেশের বাজারে অফিসিয়াল করার কথা নিশ্চিত করেছে। সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং অফিসিয়াল ওয়েবসাইটে আজ Realme 10 স্মার্টফোনের ভারতীয় সংস্করণের টিজার শেয়ার করা হয়েছে। ফলে বলতে দ্বিধা নেই যে, এই হ্যান্ডসেটটি শীঘ্রই ভারতে উপলব্ধ হতে চলেছে। তবে লঞ্চের তারিখ এখনও জানা যায়নি।

টিজার থেকে স্পষ্ট, Realme 10 একটি 4G স্মার্টফোন হবে, যা মিডিয়াটেক হেলিও জি-সিরিজের একটি বাজেট প্রসেসর দ্বারা চালিত হবে। উল্লেখ্য, ডিভাইসটি ইতিমধ্যেই ইন্দোনেশিয়ায় আত্মপ্রকাশ করেছে। তাই আমাদের অনুমান, Realme 10 -এর ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার ইন্দোনেশিয়ার ভ্যারিয়েন্টের মতো হবে।

Realme 10 -এর স্পেসিফিকেশন

আগেই বলেছি যে, রিয়েলমি ১০ ৪জি স্মার্টফোনকে ইতিমধ্যেই ইন্দোনেশিয়ায় লঞ্চ করা হয়েছে। এই ফোনে ৬.৪ ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফোনটির উপরিভাগে বাম কোণায় একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে, যার মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়। আর ডিভাইসের ব্যাক প্যানেলে বিদ্যমান থাকছে – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সমন্বিত ডুয়েল ক্যামেরা সেটআপ।

পারফরম্যান্সের জন্য Realme 10 4G ফোনে ৬ এনএম প্রসেসিং নোড এবং সর্বাধিক ২.২ গিগাহার্টজ ক্লক রেট ভিত্তিক মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। ফোনটির কানেক্টিভিটি বিকল্পের মধ্যে সামিল রয়েছে – ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং মাইক্রোএসডি কার্ড স্লট। পাওয়ার ব্যাকআপের জন্য হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি আছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। নিরাপত্তার জন্য রিয়েলমি ১০ ৪জি স্মার্টফোনে এআই ফেস আনলক ফিচার এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। এর পুরুত্ব ৭.৯৫ মিমি।

প্রসঙ্গত, Realme 10 4G স্মার্টফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের স্টোরেজ কনফিগারেশন সম্প্রতি অনলাইনে ফাঁস করা হয়েছিল। রিপোর্ট অনুসারে, ভারতে রিয়েলমি ১০ সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলকে মোট তিনটি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এগুলি – ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।

Realme 10 4G ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য বিক্রয় মূল্য

দামের কথা বললে, ভারতে শীঘ্রই আগত রিয়েলমি ১০ ৪জি ফোনের মূল্য ১৫,০০০ টাকার নিচে রাখা হতে পারে। প্রসঙ্গত, এই সিরিজের Realme 10 Pro 5G -এর দাম শুরু হচ্ছে ১৮,৯৯৯ টাকা থেকে এবং Realme 10 Pro+ 5G মডেলটির প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ২৪,৯৯৯ টাকা।