iPhone 12 mini, iPhone SE (2020) অবিশ্বাস্য দামে কেনার সুযোগ, সীমিত সময়ের অফার

আজ অর্থাৎ ৭ জানুয়ারি মধ্যরাত থেকেই শুরু হয়ে গেছে Flipkart Big Bachat Dhamaal Sale। এই সেলটি আগামী ৯ জানুয়ারি পর্যন্ত লাইভ থাকবে। এই সময়কালে বিভিন্ন প্রোডাক্টের পাশাপাশি স্মার্টফোনও অতিশয় কম দামে বিক্রি করা হবে। এক্ষেত্রে, আপনাদের মধ্যে যারা অ্যাপল (Apple) ব্র্যান্ডের আইফোন ব্যবহার করতে বিশেষ পছন্দ করেন বা কেনার ইচ্ছা রাখেন, তাদের জন্য এই সেল কোনো সুবর্ণ সুযোগের থেকে কম নয়। কারণ, সেল চলাকালীন আপনারা iPhone SE (2020) এবং Apple iPhone 12 mini সর্বাধিক কম দামে কিনতে পারবেন। আর, সেলে উপলব্ধ অফারের লাভ ওঠাতে পারলে একটি বাজেট বা মিড-রেঞ্চ হ্যান্ডসেটের দামে উল্লেখিত আইফোন-দ্বয়কে বাড়ি নিয়ে আসা যাবে। তাহলে চলুন ‘Flipkart Big Bachat Dhamaal’ সেলের মাধ্যমে কতটা কমে এই ফোনগুলিকে কেনা যাবে তা জেনে নেওয়া যাক।

আইফোন ১২ মিনি ও আইফোন এসই ২০২০ এর দাম কমলো (iPhone 12 mini, iPhone SE 2020 price cut)

Apple iPhone 12 mini : অ্যাপল আইফোন ১২ মিনি ফোনের ৬৪ জিবি স্টোরেজ অপশনকে তৎকালীন সময়ে ৫৯,৯০০ টাকায় লঞ্চ করা হয়েছিল। কিন্তু আজ থেকে আগামী দু’দিন পর্যন্ত এটিকে ৩১% বা ১৮,৯০১ টাকা ছাড়ের সাথে মাত্র ৪০,৯৯৯ টাকায় বিক্রি করা হবে। অন্যান্য অফারের কথা বললে, Flipkart Axis ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা পেমেন্টের সময়ে ৫% ক্যাশব্যাক হস্তগত করতে পারবেন। পুরো টাকা একসাথে দিতে না চাইলে, ইএমআই অপশনও উপলব্ধ। এর জন্য আপনাদের মাসিক ১,৪০২ টাকার কিস্তি শোধ করতে হবে। আর, পুরোনো ফোনের পরিবর্তে অ্যাপলের এই নয়া আইফোন কিনলে ১৫,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। এছাড়া, সংগীত-প্রেমীরা গানা প্লাস (Gaana Plus) অ্যাপের ৬ মাসের ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। একই সাথে, ‘ফ্লিপকার্ট পে লেটার’ (Flipkart Pay Later) স্কিমের অধীনে ১০০ টাকার গিফ্টকার্ড পেয়ে যেতে পারেন ক্রেতারা। প্রসঙ্গত, এই মডেলের সাথে অ্যাপল ১ বছরের ওয়ারেন্টি দিচ্ছে।

ফিচার : আইফোন ১২ সিরিজের মিনি মডেলটি, একটি ৫.৪ ইঞ্চির (২,৩৪০×১,০৮০ পিক্সেল) সুপার রেটিনা XDR ডিসপ্লে সহ এসেছে। মাল্টিটাস্কিং এবং ফাস্ট পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে সংস্থার নিজস্ব এ১৪ বায়োনিক (A14 Bionic) প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি আইওএস ১৪ (iOS 14) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর (অ্যাপারচার : এফ/১.৬) এবং ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (অ্যাপারচার : এফ/২.৪)। অন্যদিকে, সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য, ১২ মেগাপিক্সেলের ট্রু-ডেপ্থ ফ্রন্ট ক্যামেরা (অ্যাপারচার : এফ/২.২) দেওয়া হয়েছে। তদুপরি, এই ফোনকে MagSafe চার্জিং টেকনোলজির মাধ্যমে ওয়্যারলেস পদ্ধতিতে চার্জ করা যাবে। ফোনটি IP68 রেটিং প্রাপ্ত হওয়ায়, এটি জল রোধী।

Apple iPhone SE (2020) : চলমান ফ্লিপকার্ট বিগ বাচাত ধামাল সেলে, অ্যাপল আইফোন এসই ফোনের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ২৯% (১১,৯০১ টাকা) ডিসকাউন্টের সাথে সর্বাধিক কম মূল্যে অর্থাৎ মাত্র ২৭,৯৯৯ টাকায় কিনে নেওয়ার সুযোগ রয়েছে। জানিয়ে রাখি, এটির প্রকৃত মূল্য ৩৯,৯০০ টাকা। খরিদ্দারীর ক্ষেত্রে যেসকল ক্রেতারা Flipkart Axis ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন, তাদের ৫% ক্যাশব্যাক অফার করা হবে। আবার, কিস্তিতে পেমেন্ট করতে চাইলে মাসিক ৯৭১ টাকার প্রাথমিক ইএমআই প্রদান করে ফোনটি পকেটস্থ করা যাবে। এছাড়া, ১৫,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধাও রয়েছে। অন্যান্য অফারের কথা বললে, গানা প্লাস (Gaana Plus) অ্যাপের ৬ মাসের ফ্রি সাবস্ক্রিপশন এবং ‘ফ্লিপকার্ট পে লেটার’ (Flipkart Pay Later) স্কিমের অধীনে ১০০ টাকার গিফ্টকার্ড দেওয়া হবে। প্রসঙ্গত, এই মডেলটির সাথেও অ্যাপল ১ বছরের ওয়ারেন্টি দিচ্ছে।

ফিচার : ডুয়েল সিমের Apple iPhone SE (2020) ফোনে, ৪.৭ ইঞ্চি রেটিনা এইচডি (৭৫০x১,৩৩৪ পিক্সেল) IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ডলবি ভিশন ও এইচডিআর ১০ টেকনোলজি সাপোর্ট করে। এই ফোনে এ১৩ বায়োনিক প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে আইওএস ১৩ ভার্সন উপলব্ধ। ফটোগ্রাফির জন্য ফোনে, LED ফ্ল্যাশ লাইট সহ ১২ মেগাপিক্সেল (এফ/১.৮ অ্যাপারচার) সিঙ্গেল রিয়ার ক্যামেরা বর্তমান। আবার, ডিসপ্লের উপরিভাগে থাকছে, এফ/২.২ অ্যাপারচার সহ ৭ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। মেটালিক বডি ডিজাইনের সাথে আসা এই আইফোনে, ১,৮২১ এমএএইচ পাওয়ারের ইন-বিল্ট ব্যাটারি রয়েছে।

উল্লেখ্য, ই-কমার্স সাইট Amazon থেকেও iPhone 12 mini, iPhone SE 2020 কম দামে কেনা যাবে।