Baseus Bowie H1: ফুল চার্জে ৭০ ঘন্টা একটানা চলবে এই নতুন হেডফোন, রয়েছে‌ নয়েজ রিডাকশন ফিচার

সুপরিচিত অডিও ডিভাইস প্রস্তুতকারী সংস্থা Baseus চীনে লঞ্চ করল তাদের নতুন ওভার-ইয়ার হেডফোন, যার নাম Baseus Bowie H1। প্রিমিয়াম লুকের সাথে এটি ব্যবহারকারীকে স্বাচ্ছন্দ প্রদান করবে। তাছাড়া এতে রয়েছে নয়েজ রিডাকশন ফিচার এবং ট্রান্সফারেন্সি মোড। শুধু তাই নয়, একবার চার্জে এটি ৭০ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Baseus Bowie H1 হেডফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Baseus Bowie H1 হেডফোনের দাম ও লভ্যতা

চীনে বেসিয়াস বাওউই এইচ ১ হেডফোনটির দাম ধার্য করা হয়েছে ২৯৯ ইউয়ান ( প্রায় ৩,৫০০ টাকা)। অফ হোয়াইট এবং গ্রে এই দুটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন নতুন এই হেডফোন।

Baseus Bowie H1 হেডফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত বেসিয়াস বাওউই এইচ ১ হেডফোনের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে, এতে রয়েছে কুশান হেডব্যান্ডের সাথে প্রিমিয়াম ফিনিশ লুক। তাছাড়া ব্যবহারকারীকে অতিরিক্ত স্বাচ্ছন্দ দেওয়ার জন্য এর ড্রাইভারগুলি লেদারের মত নরম ফোম ম্যাটেরিয়াল দিয়ে ঢাকা। শুধু তাই নয়, এর ধারে একাধিক বটন উপস্থিত। যার মাধ্যমে মিডিয়া প্লেব্যাক কন্ট্রোল, ভলিউম ও ফোন কল নিয়ন্ত্রণ করা সম্ভব। এমনকি হেডফোনটিতে নয়েজ ক্যান্সলেশন এবং ট্রান্সফারেন্সি মোড উপলব্ধ। এই বটনগুলির সাহায্যে এই দুটি ফিচারও নিয়ন্ত্রণ করা যাবে। তাছাড়া এটি ৪০ ডেসিবেল পর্যন্ত নয়েজ রিডাকশন করতে পারবে।

অন্যদিকে, বাওউই এইচ ১ হেডফোনটি থেকে মনোরম সাউন্ড উৎপন্ন হওয়ার মূল সূত্র হল, এতে ব্যবহৃত হয়েছে ৪০ এমএম সাউন্ড ইউনিট। সংস্থার মতে, একবার চার্জে নয়েজ রিডাকশন ফিচার চলাকালীন হেডসেটটি ৪০ ঘন্টা পর্যন্ত এবং নয়েজ রিডাকশন ফিচার বন্ধ থাকলে ৭০ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। উপরন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র এক ঘণ্টার মধ্যেই এটি পুরোপুরি চার্জ হয়ে যাবে। সর্বোপরি, Baseus Bowie H1 হেডফোনে এসবিসি এবং এএসি অডিও অডিও কোডেক সাপোর্ট করার পাশাপাশি ব্লুটুথ ৫.২ টেকনোলজি যুক্ত।