বাজেটের মধ্যে গেমিং প্রসেসর, Realme 10 4G ফোনের ফিচার সহ দাম লঞ্চের আগেই প্রকাশ্যে

আসন্ন Realme 10 ফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকবে। আজ রিয়েলমি গ্লোবাল এর তরফে টুইট করে এই তথ্য জানানো হয়েছে। পাশাপাশি, স্মার্টফোনটি AnTuTu বেঞ্চমার্কিং সাইটে ৪,০০,০৮৬ পয়েন্ট স্কোর করেছে বলে তারা জানিয়েছে, যা এই প্রসেসর চালিত ফোনগুলির মধ্যে সর্বোচ্চ। এই খবর সামনে আসার পর স্বাভাবিকভাবেই টেক-প্রেমীদের মধ্যে Realme 10 ঘিরে উৎসুকতা বেড়েছে। উল্লেখ্য, এই লাইনআপের অধীনে 4G ও 5G কানেক্টিভিটি বিকল্প সহ স্ট্যান্ডার্ড Realme 10 এবং Realme 10 Pro+ নামের মডেল আত্মপ্রকাশ করবে।

তবে আপকামিং রিয়েলমি ১০ সিরিজের ফোনগুলি ঠিক কবে নাগাদ লঞ্চে হবে তা কোম্পানির তরফে এখনও নিশ্চিত করা হয়নি। তবে টিপস্টারদের দাবি বিশ্বাস করলে, আগামী ৫ নভেম্বর এই সিরিজ চীনে লঞ্চ হবে। আর আগামী ৯ই নভেম্বর ফোনগুলি বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে এবং ১১ই নভেম্বর প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে।

উল্লেখ্য, গত সপ্তাহে Realme 10 4G -এর একটি রেন্ডার অনলাইনে ফাঁস করা হয়েছিল। এই রেন্ডার অনুসারে, ফোনটি স্পার্কেলিং গ্রেডিয়েন্ট প্যাটার্ন সহ ক্ল্যাশ হোয়াইট এবং রাশ ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে আসবে। আর ডিভাইসের রিয়ার প্যানেলে LED ফ্ল্যাশ লাইট সহ দুটি ক্যামেরা সেন্সর দেখা যেতে পারে। এরমধ্যে প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল।

রেন্ডার থেকে আরও জানা গেছে যে, রিয়েলমি ১০ ৪জি স্মার্টফোনে ৬.৪-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের হবে এবং এটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য ডিভাইসটি হেলিও জি৯৯ চিপসেট দ্বারা চালিত হবে। এতে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হতে পারে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

প্রসঙ্গত, ফিচারের পাশাপাশি ফোনটির দামও সামনে এসেছে। জানা গেছে যে, আসন্ন Realme 10 4G ফোনের দাম ১৯০ ডলার থেকে ২০১ ডলারের মধ্যেই রাখা হবে, যা প্রায় ১৫,৭০০ টাকা থেকে ১৭,২০০ টাকার সমান৷ অর্থাৎ, সিরিজের বেস মডেলটি বাজেট রেঞ্জের অধীনে লঞ্চ হবে।