লঞ্চের আগেই Realme 10 5G এর দাম ও পুরো স্পেসিফিকেশন লিক! তবে ক্যামেরার তথ্যে অসঙ্গতি

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি (Realme) আগামী ১৭ নভেম্বর তাদের পরবর্তী প্রজন্মের নম্বর সিরিজের অধীনে Realme 10, Realme 10 Pro এবং Realme 10 Pro+ এই তিনটি মডেল চীনের বাজারে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি, চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইট তিনটি নতুন রিয়েলমি ডিভাইস RMX3615, RMX3663 এবং RMX3663 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। এই ডিভাইসগুলি চায়না টেলিকম (China Telecom)-এর প্রোডাক্ট লাইব্রেরিতেও উপস্থিত হয়েছে। তালিকাগুলি প্রকাশ করেছে যে, RMX3687 মডেলটি Realme 10 Pro+ হিসাবে আত্মপ্রকাশ করবে, RMX3663 মডেল নম্বরটি Realme 10 Pro-এর সাথে যুক্ত হবে এবং RMX3615 হল স্ট্যান্ডার্ড Realme 10-এর মডেল নম্বর। মনে করা হচ্ছে কোম্পানি এই হ্যান্ডসেটগুলির নামের মধ্যে “5G” শব্দটি ব্যবহার করবে না। আসুন আসন্ন লঞ্চের আগে রেগুলার Realme 10-এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও মূল্যের বিবরণগুলি দেখে নেওয়া যাক।

রিয়েলমি ১০-এর সম্ভাব্য মূল্য এবং লভ্যতা – Realme 10 Expected Price and Availability

চায়না টেলিকম তালিকায় প্রকাশ করা হয়েছে যে, রিয়েলমি ১০ দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, এগুলি হল ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এগুলির দাম যথাক্রমে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৫,৭৫০ টাকা) এবং ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,০০০ টাকা)। লিস্টিংয়ে আরও বলা হয়েছে যে, ডিভাইসটি আগামী ১৭ নভেম্বর থেকে কেনার জন্য উপলব্ধ হবে৷ এটি হোয়াইট এবং ব্ল্যাক-এর মতো শেডগুলিতে বাজারে আসবে৷

রিয়েলমি ১০-এর সম্ভাব্য স্পেসিফিকেশন – Realme 10 Expected Specifications

রিয়েলমি ১০-এর চায়না টেলিকম তালিকাতে উল্লেখ করা হয়েছে যে, এটিতে ৬.৫৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা আইপিএস এলসিডি প্যানেল বলে মনে করা হচ্ছে। এই ওয়াটারড্রপ নচ ডিসপ্লেটি ১,০৮০ x ২,৪০৮ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। যদিও এটি তালিকায় উল্লেখ করা হয়নি, তবে সম্ভবত ডিভাইসটি ৯০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ (MT6833) চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য, Realme 10-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অবস্থান করবে। তবে, বর্তমানে সহায়ক ক্যামেরাগুলির কনফিগারেশনের সাথে কিছু অসঙ্গতি আছে বলে মনে করা হচ্ছে। কেননা, চায়না টেলিকম তালিকায় বলা হয়েছে যে, এটি একটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি ০.৩ মেগাপিক্সেলের লেন্সের সাথে মিলিত হবে, যেখানে টেনা (TENAA) তালিকাটি প্রকাশ করেছে যে, এটিতে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিট উপস্থিত থাকবে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, এই ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেখা যাবে।

Realme 10-এ উপলব্ধ অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডুয়েল সিম সাপোর্ট, ৫জি সংযোগ, একটি ইউএসবি-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, একটি মাইক্রোএসডি কার্ড স্লট, একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং অ্যান্ড্রয়েড ১২ ওএস।