৫০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে ভারতে এন্ট্রি নিচ্ছে Realme, লঞ্চের তারিখের উপর থেকে পর্দা সরলো

গত ৮ই ডিসেম্বর ভারতের বাজারে পা রেখেছিল Realme 10 Pro সিরিজ। এখন আবার ব্র্যান্ডটি এদেশে Realme 10 নামের একটি নয়া সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে এই মডেলটিকে ধারবাহিকভাবে অনলাইনে টিজ করা হচ্ছিলো। আর আজ সংস্থাটি Realme 10 স্মার্টফোনের আনুষ্ঠানিক লঞ্চের তারিখ প্রকাশ্যে আনলো। টিজার অনুসারে, আগামী ৯ই জানুয়ারি দুপুর ১২:৩০টা থেকে অনুষ্ঠিত ইভেন্টে ফোনটির উপর থেকে পর্দা সরানো হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই 4G কানেক্টিভিটির ফোনটি Realme 10 সিরিজের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট হবে এবং গত বছর লঞ্চ হওয়া Realme 9 4G -এর উত্তরসূরি হিসেবে আসবে।

Realme তাদের এই লেটেস্ট হ্যান্ডসেটকে Flipkart -এর সাথে হাত মিলিয়ে নিয়ে আসছে। ফলে এই অনলাইন শপিং পোর্টালটি তাদের অফিসিয়াল সাইটে ইতিমধ্যেই আসন্ন Realme 10 4G স্মার্টফোনের জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডিং মাইক্রোসাইট লাইভ করে দিয়েছে। যার দৌলতে, মডেলটির হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার সহ যাবতীয় স্পেসিফিকেশন বিশদ সামনে এসে গেছে। যেমন Realme 10, মিডিয়াটেক হেলিও জি৯৯ সিপিইউ এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লের সাথে আসবে বলে নিশ্চিত করা হয়েছে টিজারে। এছাড়া ডিভাইসটি যেহেতু ইতিমধ্যেই বিশ্বের অন্যান্য আঞ্চলিক বাজারে লঞ্চ হয়েছে, সেহেতু এর বাদবাকি ফিচার আমাদের অজানা নয়।

Realme 10

রিয়েলমি ১০ -এর স্পেসিফিকেশন (Realme 10 specifications)

রিয়েলমি ১০ স্মার্টফোনে দেখা যাবে ৬.৪-ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে, যা ২০:৯ এসপেক্ট রেশিও, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ডিভাইসটি অলওয়েজ অন ডিসপ্লে (AOD) ফিচার সমর্থন করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর সমন্বিত। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিন পাওয়া যাবে। এতে ৪ জিবি / ৮ জিবি LPDDR4x র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ বিদ্যমান থাকবে। এছাড়া ফোনটি ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যামও সাপোর্ট করবে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে ভারতে আসন্ন Realme 10 4G ফোনে LED ফ্ল্যাশ লাইট সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। এই ক্যামেরাগুলি – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স হবে। আবার ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান থাকবে। কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে – ডুয়াল 4G VoLTE স্লট, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, ইউএসবি টাইপ-সি পোর্ট, এনএফসি এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত৷ আসন্ন Realme 10 4G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যা ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। আবার নিরাপত্তার জন্য এটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসবে। এর পরিমাপ ১৫৯.৯x৭৩.৩x৭.৯৫ মিমি এবং ওজন প্রায় ১৭৮.৫ গ্রাম হবে।